এখন থেকে হিমালয় পর্বতারোহীকে নিজের পয়ঃবর্জ্য সঙ্গে করে নিয়ে ক্যাম্পে ফিরতে হবে!
চলতি বছর এভারেস্টে উঠতে চাওয়া ব্যক্তিদের নিজেদের প্যাকিং লিস্টে সামান্য পরিবর্তন আনতে হবে। কেননা নতুন নিয়ম অনুযায়ী, দূষণ রোধে পর্বতটির আরোহীদের নিজেদের মলমূত্র বিশ্বের সর্বোচ্চ চূড়াটি থেকে বেজ ক্যাম্পে নামার সময় সঙ্গে করে ফিরতে হবে।
বেশিরভাগ পর্বতআরোহী নেপাল থেকেই ৮,৮৪৯ মিটার উচ্চতার এভারেস্টে আরোহণ করে থাকেন। এক্ষেত্রে শুধু আরোহণের অনুমোদন নিতেই তাদের দেশটির সরকারকে ১১ হাজার মার্কিন ডলার পরিশোধ করতে হয়।
পরবর্তীতে গিয়ার, খাবার, অতিরিক্ত অক্সিজেন, শেরপা গাইডসহ আনুষঙ্গিক নানা বিষয়ে পাহাড়ে উঠতে ৩৫ হাজার ডলারের উপরে খরচ হয়।
কিন্তু বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গটিতে পয়ঃবর্জ্য নিয়ে সমস্যা বহুদিনের। এক্ষেত্রে দর্শনার্থীদের ভ্রমণকে আরও সুন্দর করতে এবং সার্বিক পরিস্থিতির উন্নয়নে এমন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
এ সম্পর্কে এভারেস্ট সামিটার্স অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট দিওয়াস পোখরেল সিএনএনকে বলেন "এভারেস্টে মানুষের বর্জ্যের সমস্যাটি বেশ প্রকট ছিল। পর্বতের সর্বোচ্চ পয়েন্টে এটি পরিবেশকে দূষিত করছিল।"
নতুন নিয়মটি জারি করা না হলে সমস্যাটি আরও প্রকট হওয়ার সম্ভাবনা ছিল। কেননা গত বছর নেপাল এভারেস্টের সর্বোচ্চে আরোহণের জন্য রেকর্ড ৪৭৮ জনকে অনুমতি দিয়েছিল। এক্ষেত্রে পর্বতে ১২ জন পর্বতারোহীর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। আর পাঁচজন সরকারিভাবে নিখোঁজ রয়েছেন।
নেপাল মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশনের জিনেশ সিন্দুরাকার সিএনএনকে জানান, চলতি মৌসুমে আনুমানিক ১২০০ জন এভারেস্টে উঠবেন। এক্ষেত্রে প্রতি আরোহীকে দুইটি করে পয়ঃবর্জ্যের ব্যাগ দেওয়া হবে। প্রতিটি ব্যাগ ৬ বার করে ব্যবহার করা যাবে।
সিন্দুরাকার বলেন, "একজন ব্যক্তি দিনে ২৫০ গ্রাম মলমূত্র ত্যাগ করেন। এক্ষেত্রে সর্বোচ্চ শৃঙ্গে আরোহণের জন্য তাদের ২ সপ্তাহ সময় লাগবে।"
সিন্দুরাকার জানান, ব্যাগে মানব বর্জ্যকে শক্ত ও গন্ধহীন করতে রাসায়নিক উপাদান থাকবে। এই মৌসুমে প্রায় ৮ হাজার ব্যাগ ইস্যু করা হবে।
দ্য হিমালয়ান টাইমসের তথ্যানুসারে, নেপালি সেনাবাহিনীর মাধ্যমে এভারেস্ট, লোৎসে, অন্নপূর্ণা এবং বারুন্টসের মতো শৃঙ্গ থেকে প্রায় ৩৫,৭০৮ কিলোগ্রাম বর্জ্য ও প্লাস্টিক অপসারণ করা হয়েছে। মূলত হিমালয়ের উপর পর্যটনের নেতিবাচক প্রভাব কমানোর প্রচেষ্টার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুবাদ: মোঃ রাফিজ খান