স্পেনের দোকানগুলো থেকে সবচেয়ে বেশি চুরি হচ্ছে অলিভ অয়েল
স্পেনের সুপারমার্কেটগুলো থেকে সবচেয়ে বেশি চুরি হচ্ছে অলিভ অয়েল। এ কারণে রান্নার কাজে ব্যবহৃত এ উপকরণটি এখন সে দেশে 'তরল সোনা'।
খরা ও তাপপ্রবাহের কারণে স্পেনে অলিভ অয়েলের দাম বেড়েছে। এটি এখন দেশটির সবচেয়ে দামি পণ্য। স্পেনের ৭০ শতাংশ অঞ্চলের সুপার মার্কেটগুলো থেকে সবচেয়ে বেশি চুরি হচ্ছে অলিভ অয়েল।
স্পেন অলিভ অয়েল উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ। এ দেশের অর্থনীতি ও খাদ্য সংস্কৃতির অন্যতম মূল অংশ এই তেল। কিন্তু মুদ্রাস্ফীতির কারণে এ তেলের মূল্য গত বছর পাইকারিতেই ৭০ শতাংশ বেড়েছে। ২০২০ সালের ফেব্রুয়ারিতে প্রতি কেজি তেলের পাইকারি মূল্য যেখানে ছিল ২.১৩ ইউরো, সেখানে গত বছর মূল্য বেড়ে দাঁড়ায় ৮.৮৮ ইউরোয়।
আর খুচরা পর্যায়ে এ তেলের প্রতি কেজির মূল্য প্রায় ৫ ইউরো থেকে বেড়ে হয়েছে ১৪ ইউরো।
ফাইন্যান্সিয়াল টাইমসের সাথে কথা বলার সময় নিরাপত্তা প্রদানকারী বিষয়ক প্রতিষ্ঠান এসটিসির মার্কেটিং ডিরেক্টর আলেজান্দ্রো অ্যালেগ্রে বলেন, একটি খাদ্য উপকরণ এত ঘন ঘন চুরি হওয়া বিরল। এসব চুরি সংগঠিত অপরাধী চক্রের ফল। এই অপরাধীরা অলিভ অয়েল আবার কালোবাজারে বিক্রি করছে।
অ্যালেগ্রে কয়েকটি সুপারমার্কেটের নামও উল্লেখ করেন, যেখান থেকে সবচেয়ে বেশি অলিভ অয়েল চুরি হয়েছে।
ইউরোপজুড়ে যেখানে অ্যালকোহল চুরির বিষয়টি খুবই সাধারণ একটি বিষয়, সেখানে ব্যতিক্রম স্পেন। দেশটিতে অ্যালকোহল নয়, সৌখিন খাদ্য উপকরণ চুরির বিষয়টি সেখানে সাধারণ। স্পেনের দোকানগুলো থেকে পনির, বোনিটো টুনা ও ককলের মতো আইটেমগুলোও প্রায়ই চুরি হয়ে থাকে।
অনুবাদ: রেদওয়ানুল হক