প্রথম বাংলাদেশি হিসেবে ‘ফোর্বস থার্টি আন্ডার থার্টি ইউরোপ’-এ জায়গা করে নিলেন আইদা মেহনাজ
ফরাসি ফ্যাশন ব্র্যান্ড মুগলারের ২৯ বছর বয়সী বাংলাদেশী মিডিয়া রিলেশন ম্যানেজার আইদা মেহনাজ ফোর্বস ইউরোপের 'থার্টি আন্ডার থার্টি' তালিকায় মিডিয়া ও বিপণন বিভাগ থেকে জায়গা করে নিয়েছেন।
তার এ স্বীকৃতি বিশ্বব্যাপী প্রভাবশালী হিসেবে বাংলাদেশিদের উত্থানের কথা বলে। ফোর্বসের তথ্যমতে, মেহনাজের নেতৃত্বে মুগলারের মিডিয়া প্রভাবের আনুমানিক বাজার মূল্য ৫৮ মিলিয়ন ডলার (কোভিডের আগে) থেকে বেড়ে এখন ২০০ মিলিয়ন ডলারের বেশি হয়েছে।
মেহনাজ নারায়ণগঞ্জ শহরে বেড়ে উঠেছেন এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ও বায়োটেকনোলজি বিভাগে পড়াশোনা করেছেন। ২০১৫ সালে তাকে ইন্দোনেশিয়া ফ্যাশন উইকে 'মডেস্ট ফ্যাশন' বিষয়ে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। পরবর্তীতে তিনি ২০১৭ সালে ইএসএমওডি প্যারিসে (ফ্রান্সের প্যারিস শহরের ফ্যাশন বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠান) পড়াশোনা শুরু করেন এবং বিলাসবহুল ব্র্যান্ড ম্যানেজমেন্টে দুটো মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
২০২২ সালে মেহনাজ মুগলারের ফ্যাশন বিভাগের 'সেলিব্রিটি ও মিডিয়া রিলেশন' ব্যবস্থাপকের দায়িত্ব পান। দায়িত্ব পাওয়ার পর থেকেই তিনি ফ্যাশন ব্র্যান্ডটির সাথে বিশ্বের নামি-দামি তারকাদের সম্পর্ক তৈরি ও উন্নত করা এবং ভাইরাল কন্টেন্ট ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্র্যান্ডটির দৃশ্যমান উপস্থিতি বৃদ্ধি ও অংশীজনদের সাথে যুক্ত হওয়ার ক্ষেত্রে বড় অবদান রেখেছেন।
তিনি ডুয়া লিপা এবং ব্যাড বানির মতো বিখ্যাত শিল্পীদের সাথে মুগলারের গুরূত্বপূর্ণ অংশীদারিত্ব গড়ে তোলার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। পাশাপাশি মেহনাজ বেশ কিছু স্মরণীয় ফ্যাশন মুহূর্ত তৈরি করেছেন যার মধ্যে উল্লেখযোগ্য হলো— পপ তারকা বিয়ন্সের 'মুগলার বি' পোশাক এবং নামি মডেল কাইলি জেনারের সামাজিক যোগাযোগ মাধ্যমের একাধিক ভাইরাল উপস্থিতির মুহূর্ত তৈরি করা। সম্প্রতি তিনি 'ডুন ২' সিনেমার প্রিমিয়ারে অভিনেত্রী জেন্ডায়ার অবিস্মরণীয় মুহুর্ত তৈরিতে একটি মুখ্য ভূমিকা পালন করেছেন যেটি ইন্টারনেটে অনেক আলোড়ন ফেলেছে।
যদিও ফোর্বস ম্যাগাজিনের 'থার্টি আন্ডার থার্টি' তালিকায় জায়গা করে নেওয়াকে একজন ব্যক্তির ক্যারিয়ারের শীর্ষ অর্জন হিসেবে দেখা হয়, মেহনাজের জন্য এটি শ্রেষ্ঠত্ব অর্জনের প্রথম ধাপ। তার বিজয় স্বপ্নবাজ তরুণ বাংলাদেশীদের জন্য একটি অনুপ্রেরণা যারা বৈশ্বিক মঞ্চে, বিশেষ করে মিডিয়া এবং বিপণনের দুনিয়ায় নিজেদের ভালো অবস্থান তৈরি করতে চায়।
অনুবাদ: তাসবিবুল গনি নিলয়