নিজেদের স্বার্থের বিরুদ্ধে যেকোনো পদক্ষেপের কড়া জবাব দেবে ইরান
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মঙ্গলবার বলেছেন, ইরান তার স্বার্থের বিরুদ্ধে যেকোনো পদক্ষেপের জবাব দেবে। ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাব দেওয়া হবে বলে ইসরায়েলের সতর্কতার পর ইরানের প্রেসিডেন্ট এ কথা বললেন।
রাইসি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানিকে বলেন, 'আমরা সুস্পষ্টভাবে ঘোষণা করেছি যে ইরানের স্বার্থের বিরুদ্ধে ছোট্ট একটি পদক্ষেপেরও অনেক কঠিন, বিস্তৃত ও পীড়াদায়ক জবাব দেওয়া হবে।'
ইসরায়েলের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ হারজি হালেভি সোমবার বলেছিলেন, ১ এপ্রিল দামেস্কে ইরানি দূতাবাসে বোমা হামলার জবাবে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান।
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি কানি সোমবার স্থানীয় সময় রাতে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমকে বলেছেন, ইসরায়েলের পাল্টা আক্রমণের পর তেহরানের পাল্টা আক্রমণ 'কয়েক সেকেন্ডের ব্যাপার মাত্র। কারণ ইরান জবাব দেওয়ার জন্য আরও ১২ দিন অপেক্ষা করবে না।
অনুবাদ: রেদওয়ানুল হক