হেলিকপ্টার দুর্ঘটনায় রাইসির মৃত্যুর পর এখন কে হবেন ইরানের প্রেসিডেন্ট?
পার্বত্য অঞ্চলে, বৈরী আবহাওয়ায় হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দোল্লাহিয়ান নিহত হয়েছেন বলে ইরানের একজন কর্মকর্তা জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্সকে।
ইরানের একজন সিনিয়র কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে রয়টার্সকে বলেন, 'প্রেসিডেন্ট রাইসি, পররাষ্ট্রমন্ত্রীসহ হেলিকপ্টারের সব আরোহী দুর্ঘটনায় নিহত হয়েছেন।'
রোববার (১৯ মে) দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটে। এ যাত্রায় প্রেসিডেন্টের বহরে থাকা অন্য দুটি হেলিকপ্টার অক্ষত রয়েছে।
বর্তমান প্রেসিডেন্ট রাইসির মৃত্যু ঘটায় ইরানের পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন তা নিয়ে দেখা দিয়েছে কৌতূহল।
ইব্রাহিম রাইসির মৃত্যুতে বর্তমান প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। কিন্তু তার জন্য দেশটির সর্বোচ্চ নেতার অনুমোদন নিতে হবে।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বর্তমানে রাষ্ট্রের প্রধান হিসেবে ভূমিকা পালন করেন। তার পরেই সর্বোচ্চ ক্ষমতা প্রেসিডেন্টের, যিনি ইরানের সরকার প্রধান হিসেবে বিবেচিত হন।
ইরানের সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট মারা গেলে পরবর্তী ৫০ দিনের মধ্যে নির্বাচনের মাধ্যমে নতুন প্রেসিডেন্ট বেছে নিতে হয়।