আমস্টারডাম বিমানবন্দরে জেট ইঞ্জিনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামের শিফল বিমানবন্দরে একটি যাত্রীবাহী বিমানের ইঞ্জিনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ওই বিমানের ঘুরন্ত টারবাইনের ব্লেডে পড়ে গিয়েছিলেন।
বুধবার (২০ মে) বিকালে কেএলএম-এর ফ্লাইটটি ডেনমার্কের বিলান্ডের উদ্দেশে উড্ডয়নের প্রস্তুতি নেওয়ার সময় ব্যস্ত এ বিমানবন্দরে টার্মিনালে এই দুর্ঘটনা ঘটে।
ডাচ এয়ারলাইন কেএলএম এক বিবৃতিতে বলেছে, 'আজ শিফল-এ একটি ভয়ানক ঘটনা ঘটেছে। একজন ব্যক্তি একটি চলন্ত এয়ারক্রাফটের ইঞ্জিনে পড়ে গিয়েছিলেন। দুর্ভাগ্যজনকভাবে, ওই ব্যক্তি মারা গেছেন।'
এয়ারলাইনটি বলেছে, তারা ঘটনার প্রত্যক্ষদর্শী যাত্রী ও কর্মীদের সঙ্গে কথা বলছে এবং এ দুর্ঘটনার তদন্ত করছে।
নেদারল্যান্ডসের মিলিটারি পুলিশও তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে।
রয়্যাল নেদারল্যান্ডস মারাশসে বাহিনী এক এক্স (সাবেক টুইটার) পোস্টে জানিয়েছে, ওই ফ্লাইট থেকে সব যাত্রী ও কর্মীকে সরিয়ে নেওয়া হয়েছে।
নিহতের নাম-পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। এটি দুর্ঘটনা নাকি কোনো ধরনের আত্মহত্যা, তা এখনও বলা সম্ভব নয় বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন একজন মুখপাত্র।
বিভিন্ন ডাচ সংবাদমাধ্যম বলছে, ওই ব্যক্তি বিমানবন্দরের একজন কর্মী হতে পারেন। উড্ডয়নের আগে বিমানটিকে ধাক্কা দেওয়ার কাজ করে থাকতে পারেন।
বিভিন্ন প্রতিবেদন অনুসারে, যে বিমানে দুর্ঘটনাটি ঘটেছে, সেটি একটি স্বল্প পাল্লার এমব্রায়ের জেট। ইউরোপের মধ্যে নিকটবর্তী গন্তব্যের জন্য এ জেট ব্যবহার করে কেএলএম।
ওই ব্যক্তির মৃত্যুর খবর নেদারল্যান্ডসের অবকাঠামোমন্ত্রী মার্ক হারবার এক্স পোস্টে লেখেন, 'শিফলে আজ ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।'
শিফল ইউরোপের অন্যতম ব্যস্ত বিমানবন্দর। গত সপ্তাহে পপ তারকা নিকি মিনাজ এখানে গ্রেপ্তার হওয়ার পর বিমানবন্দরটি আলোচনায় আসে।
গত মাসে প্রায় ৫.৫ মিলিয়ন যাত্রী বিমানবন্দরটি ব্যবহার করেছেন।