ফিলিস্তিনিদের ১ মিলিয়ন ডলার সহায়তা দিলেন মার্কিন মডেল জিজি ও বেলা হাদিদ
মার্কিন ফ্যাশন মডেল জিজি হাদিদ ও বেলা হাদিদ যৌথভাবে ফিলিস্তিনিদের সহায়তায় ১ মিলিয়ন ডলার দিয়েছেন। এ অর্থ চারটি দাতব্য সংস্থার মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয়েছে। সংস্থাগুলো ফিলিস্তিনি শিশু ও পরিবারের সহায়তায় এ অর্থ খরচ করবে।
সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে কেফিয়াহ পরে হাজির হয়েছিলেন বেলা হাদিদ। ফিলিস্তিনিদের প্রতি সম্মান ও ভালোবাসা জানাতে তিনি এ পোশাক পরেছিলেন।
উল্লেখ্য, কেফিয়াহ এক ধরনের কাপড় যা ফিলিস্তিনিরা স্কার্ফের মতো করে ব্যবহার করেন। কেউ মাথায়, কেউ আবার এটি গলায়ও পরেন। বেশিরভাগ ফিলিস্তিনির কাছে কেফিয়াহ হলো তাদের সংগ্রাম ও প্রতিরোধের প্রতীক।
এই দুই বোনই সোশ্যাল মিডিয়ায় সংঘাত ও ফিলিস্তিনিদের ওপর এর প্রভাব সম্পর্কে তাদের অনুভূতির কথা জানিয়েছেন।
জিজি হাদিদ এক পোস্টে বলেছেন, 'ফিলিস্তিনিদের সংগ্রাম ও দখলদারিত্বের অধীন তাদের জীবনের জন্য আমার গভীর সহানুভূতি। এটি এক দায়িত্ব, যা আমি প্রতিদিন পালন করি।'
যে চারটি সংস্থায় তারা অর্থ দান করেছেন সেগুলো হলো- হিল প্যালেস্টাইন, প্যালেস্টাইন চিলড্রেনস রিলিফ ফান্ড (পিসিআরএফ), ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন (ডব্লিউসিকে) ইউনাইটেড ন্যাশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি।
সংস্থাগুলো ইসরায়েল ও হামাসের চলমান যুদ্ধের মধ্যে ফিলিস্তিনিদের খাদ্য ও চিকিৎসা কার্যক্রমের মতো মানবিক সহায়তা দিয়ে আসছে।
হিল প্যালেস্টাইন শিক্ষা, স্বাস্থ্য, নেতৃত্ব শেখানোর মধ্য দিয়ে ফিলিস্তিনি তরুণদের উজ্জ্ব ভবিষ্যৎ বিনির্মাণে কাজ করে।
পিসিআরএফ আহত ও অসুস্থ শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে থাকে।
ওয়াল্র্ড সেন্ট্রাল কিচেন প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধ, সংঘাতের মতো ঘটনায় ভুক্তভোগীদের খাবার নিশ্চিতে কাজ করে।
গাজায় জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ ফিলিস্তিনি শরণার্থীদের জন্য মানবিক সহায়তা বিষয়ক কর্মসূচিগুলো নিয়ে কাজ করছে।
অনুবাদ: রেদওয়ানুল হক