আইসিজেতে ইসরায়েলের বিরুদ্ধে করা দক্ষিণ আফ্রিকার মামলায় যোগ দিয়েছে কোন কোন দেশ?
ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলায় যোগ দেওয়ার ইচ্ছার কথা জানিয়েছে স্পেন।
গাজা উপত্যকায় চলমান যুদ্ধে আন্তর্জাতিক গণহত্যা কনভেনশন চুক্তি লঙ্ঘন করছে ইসরায়েল— এমন অভিযোগ এনে ডিসেম্বরে আইসিজেতে মামলা করেছে দক্ষিণ আফ্রিকা।
বৃহস্পতিবার (৬ জুন) স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জোসে ম্যানুয়েল আলবারেস বলেন, "গাজায় ইসরায়েলি সামরিক অভিযান অব্যাহত থাকায় আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।"
তিনি দাবি করেছেন, গাজায় চলমান সংঘাত বিস্তৃত পরিসরে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে। তাই এটিকে কেবল গাজা ও মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর উদ্যোগ নয়, আন্তর্জাতিক আইনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকারও অংশ হিসেবে মনে করেন আলবারেস।
গাজায় গতবছরের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৩৬ হাজার ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের বেশিরভাগ বেসামরিক নাগরিক, যাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি।
আন্তর্জাতিক বিচার আদালতে দক্ষিণ আফ্রিকা মামলার পক্ষে যুক্তি দিয়ে বলেছে, ইসরায়েল ১৯৪৮ সালের গণহত্যা কনভেনশন লঙ্ঘন করেছে যা হলোকাস্টের পরে প্রতিষ্ঠিত হয়েছিল। এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি রোধ করার জন্য সমস্ত দেশের সহযোগিতা প্রয়োজন কারণ মামলা শেষ হতে কয়েক বছর সময় লাগতে পারে।
১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশনে স্বাক্ষরকারী সমস্ত রাষ্ট্র গণহত্যা না চালাতে এবং এটি প্রতিরোধ করতে ও চুক্তি অমান্যকারী দেশকে শাস্তি দিতে বাধ্য। চুক্তিতে গণহত্যাকে 'একটি জাতীয়, জাতিগত বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্যে সংঘটিত কাজ' হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে।
যেসব দেশ ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার গণহত্যা মামলায় যোগ দিয়েছে বা যোগ দিতে আগ্রহ দেখিয়েছে
দক্ষিণ আফ্রিকা: ২৯ ডিসেম্বর মামলা দায়ের করে
নিকারাগুয়া: ৪ ফেব্রুয়ারি যোগদানের জন্য আবেদন করেছে
বেলজিয়াম: ১১ মার্চ যোগ দেওয়ার ইচ্ছার কথা জানিয়েছে
কলম্বিয়া: ৫ এপ্রিল যোগদানের জন্য আবেদন করেছে
তুরস্ক: ১ মে যোগ দেওয়ার ইচ্ছার কথা জানিয়েছে
লিবিয়া: ১০ মে যোগদানের জন্য আবেদন করেছে
মিশর: ১২ মে যোগ দেওয়ার ইচ্ছার কথা জানিয়েছে
মালদ্বীপ: ১৩ মে যোগ দেওয়ার ইচ্ছার কথা জানিয়েছে
মেক্সিকো: ২৪ মে যোগদানের জন্য আবেদন করেছে
আয়ারল্যান্ড: ২৮ মে যোগ দেওয়ার ইচ্ছার কথা জানিয়েছে
চিলি: ২ জুন যোগ দেওয়ার ইচ্ছার কথা জানিয়েছে
ফিলিস্তিন: ৩ জুন যোগদানের জন্য আবেদন করেছে
স্পেন: ৬ জুন যোগ দেওয়ার ইচ্ছার কথা জানিয়েছে
গাজায় যুদ্ধবিরতির জন্য দক্ষিণ আফ্রিকার মামলাকে স্বাগত জানিয়েছে আরো বেশ কয়েকটি দেশ ও সংস্থা।
অনুবাদ: তাসবিবুল গনি নিলয়