ইউক্রেনের প্রথম এফ-১৬ যুদ্ধবিমানটি ভূপাতিত করলেই ১ লাখ ৬৮ হাজার ডলার পুরস্কার
রাশিয়ার বিরুদ্ধে ব্যবহারের জন্য ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দিচ্ছে পশ্চিমা বিশ্ব। যুদ্ধবিমানটির উৎপাদক যুক্তরাষ্ট্রের সম্মতিক্রমে নেদারল্যান্ডস, ডেনমার্ক ও বেলজিয়াম এই ফাইটার জেট দিচ্ছে কিয়েভকে।
এই অবস্থায়, ইউক্রেনের প্রথম এফ-১৬টি ভূপাতিত করার জন্য ১ লাখ ৬৮ হাজার মার্কিন ডলার বা দেড় কোটি রুবল বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়ার একটি কোম্পানি।
রাশিয়ার সর্ববৃহৎ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরাম– সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে অংশ নিয়ে এই ঘোষণা দিয়েছেন ফোরেস নামক কোম্পানিটির মহাপরিচালক সের্গেই শমিতেভ।
তিনি বলেন, "ইউক্রেনকে এফ-১৬ দেওয়া হলে, আমরা সেগুলো ধ্বংস করার জন্য একটি পুরস্কার ঘোষণা করেছি।"
এর আগে এই কোম্পানিটি পশ্চিমাদের দেওয়া ট্যাংক ধ্বংসের জন্য নগদ পুরস্কার ঘোষণা করেছিল। শমিতেভ জানান, এরমধ্যেই যেসব রুশ সেনা এসব ট্যাংক ধ্বংস করেছে, তাঁদের কয়েকজনকে পুরস্কারের অর্থ দেওয়াও হয়েছে।
রাশিয়ার উরাল অঞ্চলে অবস্থিত কোম্পানিটি দেশটির তেল শিল্পের জন্য প্রোপেন্ট তৈরি করে থাকে। খনিজ তেল উত্তোলনের কাজে এটি ব্যবহৃত হয়।
অনুবাদ: নূর মাজিদ