লিনেন নাকি সুতি: গ্রীষ্মের চিটচিটে গরমে কোন কাপড় আপনাকে শীতল রাখবে?
গ্রীষ্মকালে মানুষ সুতির সাদা টি-শার্ট বা লিনেনের শার্ট পরতে পছন্দ করে। তবে প্রশ্ন হলো, এই দুটির মধ্যে কোনটি গরম ও ভ্যাপসা দিনে আপনাকে বেশি শীতল রাখবে?
আমরা তিনজন টেক্সটাইল বিজ্ঞানীর সঙ্গে কথা বলেছি। এই বিজ্ঞানীরা গ্রীষ্মে সবচেয়ে আরামদায়ক পোশাকের উপাদান কী, এ প্রশ্নের নির্দিষ্ট ও বৈজ্ঞানিক জবাব খুঁজতে কাপড় ও তন্তু নিয়ে গবেষণা করেছেন। তাদের সবার মতামত: লিনেন আপনাকে সবচেয়ে শীতল রাখবে।
তিনজন বিজ্ঞানীই একমত, আপনি যদি রোদে কাজ বা ব্যায়াম করেন, তবে আপনার জন্য পলিয়েস্টারের মতো সিন্থেটিক কাপড় ব্যবহার করা ভাল হবে। কারণ এই ধরনের কাপড় দ্রুত আপনার ত্বক থেকে ঘাম শুষে নেবে। তবে যদি এগুলো না পড়তে চান তবে লিনেন হবে আপনার সেরা বিকল্প। শরীরের ঘাম শুষে নেওয়া এবং বায়ু চলাচল বজায় রাখা এই দুইয়ের সমন্বয়ে লিনেন দারুণ কাজ করে।
জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক সুন্দরেসান জয়রামন বলেন, 'কাপড় পরে আরাম পাওয়ার ক্ষেত্রে লিনেন অনেকটা এগিয়ে। লিনেন কাপড়ে সবকিছু একসঙ্গে পাওয়া যায়।'
আর্দ্রতা
গরমে আপনার দেহের নিজেকে শীতল করার প্রধান উপায় হলো ঘাম। আপনার ত্বক থেকে ঘাম বাষ্পীভূত হওয়ার সাথে সাথে এটি তাপ বহন করে নিয়ে যায়, তাই শরীর শীতল লাগে। তাই গ্রীষ্মে এমন একটি কাপড় পরা গুরুত্বপূর্ণ, যা আপনার শরীরকে আর্দ্রতা থেকে মুক্তি পেতে সহায়তা করে।
ইউনিভার্সিটি অব নেব্রাস্কা অ্যাট লিংকনের টেক্সটাইল সায়েন্সের অধ্যাপক ইকি ইয়াং বলেন, 'আপনার আরাম নির্ধারিত হয় শরীরের কতটা আর্দ্রতা নিঃসৃত হচ্ছে তার ওপর।'
আপনার এমন পোশাক পরা উচিত যা আপনার ত্বক থেকে যথেষ্ট পরিমাণে আর্দ্রতা শোষণ করবে এবং ঘামকে বাতাসে বাষ্পীভূত হতে দেবে।
জয়রামনের মতে, তুলা ও লিনেন উভয়ই খুব আর্দ্রতা শোষণকারী। তবে তুলা পানি বা ঘাম ধরে রাখে, অন্যদিকে লিনেন পানিকে বাষ্পীভূত হতে দেয়।
তিনি বলেন, 'আপনি যদি গরম ও আর্দ্র দিনে সুতির অন্তর্বাস পরে বাইরে হাঁটেন, বাড়ি ফিরে দেখবেন অন্তর্বাসটি পুরোপুরি ভিজে গেছে। কারণ এটি আপনার সব ঘাম শুষে নিয়েছে। তবে এতে পোশাক থেকে শুষে নেওয়া আর্দ্রতা বাষ্প হিসেবে বাইরে পরিবহন করার ক্ষমতা নেই। তাই আপনার শরীর চিটচিটে লাগবে।'
কর্নেল ইউনিভার্সিটির ফাইবার সায়েন্সের সহকারী অধ্যাপক লারিসা মেরি শেফার্ড বলেন, 'তুলা ও লিনেন কেন ভিন্ন ফলাফল দেয়, অণুবীক্ষণ যন্ত্রের নিচে রাখলেই তা বোঝা যায়। উদ্ভিদের বীজ থেকে সুতির তন্তু উৎপন্ন হয়। বুনন যতই সূক্ষ্ম হোক না কেন, এগুলো অবিন্যস্ত এবং ফাঁক-ফোকড়ে পূর্ণ থাকে। অন্যদিকে লিনেন ফাইবারগুলো লম্বা, লম্বা ফ্ল্যাক্স উদ্ভিদ থেকে তৈরি হয়। এগুলোকে দেখতে বাঁশের ফালির মতো সোজা ও মজবুত।'
শেফার্ড বলেন, 'তুলা দীর্ঘক্ষণ পানি ধরে রাখতে পারে। ফ্ল্যাক্স সোজা, তাই ভিতরে পানি ধরে রাখার মতো জায়গা নেই।'
বায়ুপ্রবাহ
আপনার ত্বকের উপর দিয়ে শীতল বাতাস প্রবাহিত হলে আপনার শরীর তাপ ছেড়ে শীতল হয়। তাই গরমের দিনে আপনার এমন কাপড় পরা উচিত, যার মধ্য দিয়ে বাতাস চলাচল করে।
জয়রামনের মতে, এখানেও লিনেন এগিয়ে। এর তন্তুগুলো তুলার চেয়ে ঘন। তাই লিনেনের পোশাক তুলনামূলক কম তন্তু দিয়ে বোনা হয় এবং তন্তুগুলোর মাঝে বাতাস চলাচলের জায়গা থাকে।
তিনি বলেন, 'তাই সহজেই এর মধ্যে দিয়ে বাতাস চলাচল করতে পারে।'
তবে পোশাকের ধরন অনুযায়ী এতে ব্যবহৃত তন্তুর সংখ্যা ভিন্ন হতে পারে।
রাখাল বলেন, আপনার নিজেরই বিচার করতে হবে কোন কাপড়টি আপনি পরবেন।
তিনি বলেন, মনে রাখবেন এর ভেতর দিয়ে যদি আলো দেখা যায়, তাহলে এর ভেতর দিয়ে পানি ও বাতাসও প্রবেশ করতে পারবে।
লিনেনের আরেকটি বড় সুবিধা হলো এর দৃঢ়তা। অনমনীয় লিনেন তন্তুগুলো তুলার চেয়ে ভালোভাবে নিজেদের আকৃতি ধরে রাখে। তাই লিনেনের পোশাক মানুষের শরীর থেকে দূরে ঝুলে থাকে। অন্যদিকে, সুতির পোশাক মানুষের ত্বকে আটকে থাকে। লিনেন পোশাকে জামাকাপড় এবং ত্বকের মধ্যে বায়ু প্রবাহের জন্য ফাঁকা জায়গা থাকে, যা শরীরকে শীতল করতে এবং ঘামকে বাষ্পীভূত করতে সহায়তা করে।
মোটকথা বৈজ্ঞানিকভাবে লিনেনের তন্তু তুলার চেয়ে শীতল। তবে পোশাক বাছাই করার সময় আপনি শুধু এই একটি বিষয়ই বিবেচনা করবেন এমন কোনো কারণ নয়।
উদাহরণস্বরূপ, লিনেনের কাপড় আর ত্বকের মধ্যে ফাঁকা থাকায় বায়ু প্রবাহিত হয়। কারো কারো কাছে এই বিষয়টি বিরক্তিকর লাগতে পারে।
শেফার্ড বলেন, 'কেউ সুতি কাপড় পরে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতে পারে। এটি দেখতেও বেশি সুন্দর এবং কিছুটা নরম। তাই ব্যক্তিগত পছন্দের উপর এসব বিষয় নির্ভর করে।'
জয়রামন বলেন, লিনেন তন্তুর দৃঢ়তার কারণে এটি কুঁচকে যায়। তাই টানটান কাপড় পড়তে গেলে প্রতিবার ইস্ত্রি করা প্রয়োজন হয়।
ইয়াং বলেন, 'কখনো কখনো স্টাইলিশ কাপড় বনাম আরামদায়ক কাপড় এমন পরিস্থিতি থাকে। আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি তার উপর নির্ভর করবে আপনি কোন কাপড় পরবেন।'
ভাবানুবাদ: তাবাসসুম সুইটি