গাজায় দুর্ভিক্ষ, অপুষ্টির ঝুঁকিতে ৮ হাজারেরও বেশি শিশু
![](https://tbsnews.net/bangla/sites/default/files/styles/big_3/public/images/2024/06/13/images_2.jpeg)
ইসরায়েল ও গাজার চলমান যুদ্ধের কারণে অপুষ্টিতে ভুগছে ৮ হাজারেরও বেশি শিশু। বিষয়টি জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গেব্রিয়েসুস।
গাজায় ভয়াবহ দুর্ভিক্ষের বিষয়ে সতর্ক করে তিনি বলেন, যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় পাঁচ বছরের কম বয়সী আট হাজারেরও বেশি শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে।
গাজা সরকারের দেয়া তথ্য অনুযায়ী, প্রায় ৮ মাস ধরে চলা ইসরায়েলিদের হামলায় ১৫ হাজার ৬৯৪ শিশুর মৃত্যু এবং ১৭ হাজার শিশু বাবা-মা হারা হয়েছে।
উত্তর গাজার একজন কর্মকর্তা আল জাজিরাকে বলেছেন, খাদ্য ঘাটতি এখন সঙ্কটময় পর্যায়ে আছে এবং খাদ্য সরবরাহও যথেষ্ট হ্রাস পেয়েছে।
এদিকে, হামাস ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে পুরোপুরি সহযোগিতা করার দাবি করলেও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন জানিয়েছেন, হামাসের পরিবর্তিত প্রস্তাবের কিছু দাবি কার্যকর করা সম্ভব নয়।
গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ৩৭ হাজার ২০২ জন নিহত ও ৮৪ হাজার ৯৩২ জন আহত হয়েছে। ইসরায়েলে, হামাসের হামলায় সংশোধিত মৃতের সংখ্যা ১,১৩৯ জনে দাঁড়িয়েছে, এছাড়া কয়েক ডজন লোক এখনও গাজায় বন্দী রয়েছে।