২৪ বছরের মধ্যে প্রথম উ. কোরিয়া সফরে পুতিন
আজ মঙ্গলবার (১৮ জুন) দুই দিনের সফরে উত্তর কোরিয়া যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ২৪ বছরের মধ্যে এটিই হবে সমাজতান্ত্রিক তাঁর দেশটিতে প্রথম সফর। এই ঘটনা, পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে সম্পর্ক গভীর হওয়াকেই তুলে ধরে।
গত বছরের সেপ্টেম্বরে রাশিয়ার দূরপ্রাচ্য অঞ্চলে সফর করেন উ. কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। এসময় তিনি পুতিনকে তাঁর দেশ সফরের আমন্ত্রণ জানান।
উত্তর কোরিয়ার আনুষ্ঠানিক নাম ব্যবহার করে রুশ প্রেসিডেন্টের ক্রেমলিন অফিস থেকে বলা হয়েছে, "ডিপিআরকের পররাষ্ট্র-বিষয়ক চেয়ারম্যান কিম জং উনের আমন্ত্রণে পুতিন ১৮ থেকে ১৯ জুন বন্ধুপ্রতীম গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী কোরিয়া সফর করবেন।"
উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম কেসিএনএ'-ও এই সফরের ঘোষণা দিয়েছে, তবে এবিষয়ে বিস্তারিত জানায়নি।
সর্বশেষ ২০০০ সালের জুলাইয়ে পিয়ংইয়ং এসেছিলেন পুতিন। প্রথমবার রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার চার মাস পরে তিনি এই সফর করেন। তখন উ. কোরিয়ার সর্বোচ্চ নেতা ছিলেন কিম জং উনের পিতা কিম জং ইল।
এদিকে মঙ্গলবার উ. কোরিয়ার শাসকদল ওয়াকার্স পার্টির একটি সংবাদপত্র রোডং সিনমুনে পুতিনের একটি চিঠি প্রকাশিত হয়েছে। সেখানে পুতিন বলেছেন, পারস্পরিক মর্যাদা, আস্থা ও সমতার ওপর ভিত্তি করে উভয় দেশ গত ৭০ বছরে একটি ঘনিষ্ঠ সম্পর্ক এবং অংশীদারত্ব তৈরি করেছে।
"পশ্চিমাদের নিয়ন্ত্রণের বাইরে আমরা বিকল্প বাণিজ্য ও লেনদেন ব্যবস্থা তৈরি করেছি। এবং একতরফা নিষেধাজ্ঞাগুলোর বিরুদ্ধে যৌথ প্রতিরোধ করছি। একইসঙ্গে আমরা ইউরেশিয়া অঞ্চলে সমতা ও বিভক্তিহীন কাঠামো গড়ে তুলব"- আরো বলেছেন তিনি।
চিঠিতে পুতিন ইউক্রেন যুদ্ধে সহায়তা প্রদানের জন্য উ. কোরিয়ার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন, এবং যুক্তরাষ্ট্রের অন্যায় চাপ, ব্ল্যাকমেইল ও সামরিক হুমকির বিরুদ্ধে উ. কোরিয়ার স্বার্থরক্ষায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
অনুবাদ: নূর মাজিদ