উত্তর কোরিয়াকে রাশিয়া অস্ত্র সজ্জিত করতে পারে: পুতিন
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পশ্চিমারা স্বাধীনভাবে ইউক্রেনকে অস্ত্র দেয়ার যে দাবি জানিয়ে আসছে, সেভাবেই রাশিয়া তার মিত্রদের অস্ত্র সরবরাহ করতে পারে। এরই অংশ হিসেবে উত্তর কোরিয়া এবং অন্যান্য দেশকে দূরপাল্লার অস্ত্র সরবরাহ করতে পারে রাশিয়া।
বৃহস্পতিবার (২০ জুন) ভিয়েতনামের নেতাদের সঙ্গে বৈঠকের পর হ্যানয়ে সাংবাদিকদের কাছে পুতিন এসব মন্তব্য করেন।
তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে গভীর আঘাত হানার সুযোগ করে দিতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা যে সহায়তা করছে তার প্রতিশোধ হিসেবে মস্কো পশ্চিমাদের প্রতিপক্ষের কাছে ক্ষেপণাস্ত্র পাঠাতে পারে।
পুতিন বলেন, "আমরা উত্তর কোরিয়া সহ অন্যান্য দেশে অস্ত্র সরবরাহ করতে পারি। পশ্চিমাদের এর পরিণতি বিবেচনা করা উচিত।"
পুতিন বলেন, ইউক্রেনে অস্ত্র সরবরাহকারী পশ্চিমা দেশগুলো দাবি করে যে ইউক্রেন অস্ত্রগুলো কীভাবে ব্যবহার করবে সেজন্য তারা দায়ী নয়। এভাবে তারা সংঘাতের সাথে জড়িত না থাকার দাবি করে আসছে। তাই রাশিয়ারও একই অধিকার রয়েছে।
তিনি আরও বলেন, মস্কো পারমাণবিক অস্ত্র নীতিতে পরিবর্তন আনার কথা বিবেচনা করছে কারণ পশ্চিমারা আরও সহজ ব্যবহারের জন্য ছোট ও হালকা পারমাণবিক বোমা তৈরি করছে।
গত সপ্তাহে ইউক্রেনের দেওয়া শান্তি প্রস্তাবনার সম্পর্কে জিজ্ঞাসা করা হলে পুতিন বলেন, রাশিয়া সবসময় আলোচনার জন্য উন্মুক্ত ছিল। কিন্তু ইউক্রেন এবং তার পশ্চিমা সমর্থকরা মিনস্ক চুক্তি ও ইস্তাম্বুলের আলোচনাকে নষ্ট করে দিয়েছে।
তিনি ইউক্রেনকে সতর্ক করে দিয়ে বলেন, রাশিয়ার শর্ত চিরকাল একই থাকবে না। পুতিন বলেন, "ভূমির পরিস্থিতির ওপর নির্ভর করে আমাদের শর্ত পরিবর্তিত হবে।"
পুতিন বুধবার (১৯ জুন) সন্ধ্যায় পিয়ংইয়ং থেকে হ্যানয় পৌঁছেছেন। এর আগে তিনি উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সাথে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছেন।
তার ভিয়েতনাম সফরের লক্ষ্য, বাণিজ্য ও পারমাণবিক শক্তি সহযোগিতাসহ হ্যানয়ের সাথে সম্পর্ক জোরদার করা।
অনুবাদ: তাসবিবুল গনি নিলয়