ক্রিমিয়ায় হামলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করে পাল্টা জবাব দেয়ার প্রতিশ্রুতি রাশিয়ার
রোববার (২৩ জুন) রুশ অধিকৃত ক্রিমিয়ার সেভাস্তোপোলে ইউক্রেনের চালানো ক্ষেপণাস্ত্র হামলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে রাশিয়া। মার্কিন যুক্তরাষ্ট্রকে এই হামলার জবাব দেয়া হবে বলেও জানিয়েছে রাশিয়া।
কয়েকজন রুশ কর্মকর্তার তথ্য অনুসারে, ক্রিমিয়ায় ইউক্রেনের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় দুই শিশু সহ চারজন নিহত হয়েছে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ কাছাকাছি একটি সৈকতে পড়ায় আরো ১৫০ জন আহত হয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেন যে ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করেছে সেগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের সরবরাহ করা এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র এবং যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা এসব ক্ষেপণাস্ত্র হামলার গতিপথ নির্ধারণ করে দিয়েছেন।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই হামলাকে বর্বরোচিত আখ্যা দিয়ে রুশ শিশুদেরকে হত্যার দায়ে যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছেন।
তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মন্তব্যের দিকে ইঙ্গিত করেছেন। পুতিন সম্প্রতি এক মন্তব্যে বলেছিলেন, ইউক্রেনে অস্ত্র সরবরাহকারী দেশগুলোকে হামলার নিশানা করবে রাশিয়া।
রাশিয়া বলছে, ক্রিমিয়ায় রোববার ইউক্রেনীয় বাহিনীর হামলায় যুক্তরাষ্ট্রের সরবরাহ করা পাঁচটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সেগুলোর ধ্বংসাবশেষ থেকেই হতাহতের ঘটনা ঘটেছে।
এক বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনে এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র সরবরাহ করে আসছে যুক্তরাষ্ট্র। লকহিড মার্টিনের তৈরি এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেন ৩০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।
মস্কো ২০১৪ সালে ক্রিমিয়াকে অবৈধভাবে সংযুক্ত করে এবং মাত্র কয়েকটি দেশ এই উপদ্বীপটিকে রাশিয়ার ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেয়। ফলে রুশ ভূখণ্ডে ইউক্রেনের মার্কিন অস্ত্র ব্যবহার করে হামলা না চালানোর যুক্তরাষ্ট্রের শর্তের আওতায় পড়ে না এই উপদ্বীপ।
হোয়াইট হাউস ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের একজন মুখপাত্র বিবিসিকে বলেছেন, 'ইউক্রেন নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানোর সিদ্ধান্ত নিজেই নেয় এবং নিজস্ব সামরিক অভিযান পরিচালনা করে।'
তবে দিমিত্রি পেসকভ সোমবার (২৪ জুন) মস্কোতে সাংবাদিকদের বলেছেন, 'হামলায় যুক্তরাষ্ট্র সরাসরি জড়িত থাকার কারণে নাগরিকরা মারা গেছে। এর পরিণতি ভোগ করতেই হবে তাদেরকে। সময়ই বলে দেবে এই পরিণতি কী হবে।'
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার মার্কিন রাষ্ট্রদূত লিন ট্রেসিকে তলব করেছে। ল্যাভরভ দাবি করেছেন যে এই হামলায় যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা 'সন্দেহজনক নয়।'
এদিকে ক্রিমিয়ার সামরিক স্থাপনায় হামলা করার সম্পূর্ণ অধিকার ইউক্রেনের আছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শীর্ষ এক উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক।
অনুবাদ: তাসবিবুল গনি নিলয়