নামের কারণে পাবের পেজ সরিয়ে ফেলল ফেসবুক? এখন দিশেহারা মালিক দম্পতি
কোনো ধরনের সতর্কবার্তা ছাড়াই হুট করে অদৃশ্য হয়ে গেছে ফেসবুক পেজ। ফলে ৮০ শতাংশ বুকিং হারিয়েছেন বলে জানিয়েছেন একটি পাবের মালিক। খবর বিবিসি'র।
যুক্তরাজ্যের লিঙ্কনশায়ারের ডনিংটনে ব্ল্যাক বুল শীর্ষক ওই পাব চালান জুলি এবং লি লোচ। কয়েক বছরের চেষ্টায় তাদের পাবের ফেসবুক পেজে তারা সাড়ে আট হাজারের বেশি অনুসরণকারী অর্জন করেছেন।
কিন্তু হঠাৎ কেন ফেসবুক থেকে পেজটি মুছে ফেলা হয়েছে, সে প্রশ্নের কোনো উত্তর নেই তাদের কাছে। তবে ধারণা করছেন, কপিরাইট সমস্যার কারণে এমনটা হয়েছে। কারণ পাবটির নামটি খুব সাধারণ ও বহুল ব্যবহৃত।
ফেসবুকের মূল সংস্থা মেটার সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হয়েছে মন্তব্যের জন্য।
জুলি লোচ বলেন, 'এটি ব্যবসার জন্য বিশাল একটি ধাক্কা। মনে হচ্ছে কেউ যেন মারা গেছে।'
তিনি আরও বলেন, 'আরও কিছু ব্ল্যাক বুল পাবেরও ফেসবুক পেজ সরিয়ে ফেলা হয়েছে। আমি ধারণা করছি, এটা কপিরাইটের কারণে হতে পারে।'
এ দম্পতির পাবে দুপুরের খাবার, রাতের খাবার এবং বিকেলের চা সরবরাহ করা হয়। তারা জানান, তাদের বুকিংয়ের ৮০ শতাংশ ফেসবুকের মাধ্যমে নেওয়া হতো।
গত ৮ সেপ্টেম্বর পেজটি ফেসবুক থেকে হারিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পাবের চলতি কিছু রিজার্ভেশনও চলে যায়।
জুলি বলেন, 'আমি অনেক বুকিং এবং ইনকোয়ারি হারিয়ে ফেলেছি। অনেকগুলো যোগাযোগ চূড়ান্ত হওয়ার আগেই হারিয়ে গেল। আমার কোনো উপায়ও নেই কারও সঙ্গে যোগাযোগ করার।'
তিনি আরও উল্লেখ করেন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটির সঙ্গে যোগাযোগ করাটাও তার কাছে খুব কঠিন লেগেছে। 'আমরা ফেসবুকের বিশাল জগতে মাত্র একটি ছোট্ট বিন্দুর মতো।'
লি লোচ প্রথমে ভেবেছিলেন, তাদের পাবের ফেসবুক পেজটি হয়তো ভুলবশত মুছে ফেলা হয়েছে। 'আমার স্ত্রী খুব বিচলিত হয়ে পড়েছিল, প্যানিক করছিল,' বলেন তিনি।
আমি তখন তাকে বলেছিলাম, 'অত চিন্তা কোরো না। ওরা [ফেসবুক কর্তৃপক্ষ] চাইলেই আমাদের পেজ এভাবে মুছে ফেলতে পারবে না।
'কিন্তু শেষ পর্যন্ত তা-ই হলো।'