ইরানের কর্মকর্তারা ঠিক করবেন কীভাবে ইসরায়েলকে জবাব দেওয়া হবে: খামেনি
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএন'র এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, তাদের কর্মকর্তাদের উচিত ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সক্ষমতা প্রদর্শনের সবচেয়ে ভালো উপায়টি নির্ধারণ করা।
খামেনির উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, 'ইরানে গত দুই রাত আগে ইসরায়েল যে হামলা চালিয়েছে, তা খাটো করে কিংবা বাড়িয়ে দেখা উচিত নয়।'
ইরানে গত শনিবার স্থানীয় সময় রাতে দফায় দফায় হামলা চালায় ইসরায়েল। পরে ইরান জানায়, হামলায় তাদের 'সীমিত ক্ষয়ক্ষতি' হয়েছে।
ইসরায়েলের সেনাবাহিনী জানায়, ভোরের আগে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র কেন্দ্রগুলোসহ তেহরান ও ইরানের পশ্চিমাঞ্চলে হামলা তিন দফায় চালানো হয়।
খামেনি বলেন, ইসরায়েলের কাছে ইরানের সক্ষমতা প্রদর্শন করা উচিত। আর এজন্য কর্মকর্তাদের এমন একটি 'উপায় নির্ধারণ করা উচিত, যেখানে দেশ ও মানুষ উভয়েরই স্বার্থের প্রতিফলন ঘটবে।'