শেখ হাসিনাকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মনে করে ভারত
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেছেন, গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ভারত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে বিবেচনা করে। আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়লাভ করেছেন, মঙ্গলবার এ জয়ের জন্য তাঁকে অভিনন্দন জানিয়ে একটি বিবৃতি দেয় আওয়ামী লীগ। সেখানে শেখ হাসিনাকে 'বাংলাদেশের প্রধানমন্ত্রী' উল্লেখ করা হয়।
এপ্রসঙ্গ তুলে একজন ভারতীয় সাংবাদিক প্রশ্ন করেন, শেখ হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী ভারত নাকি 'নির্বাসিত প্রধানমন্ত্রী' হিসেবে বিবেচনা করছে। জবাবে রণধীর জয়সোয়াল বলেছেন, 'আমরা এখান থেকে আগেও বলেছি যে তিনি (শেখ হাসিনা) বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রী। সুতরাং এ বিষয়ে আমাদের অবস্থান এটাই।'
৫ আগস্ট ভারতে যাওয়ার পর থেকেই দেশটিতে তাঁকে বিশেষ নিরাপত্তা দিয়ে রাখা হয়েছে। তবে তাঁকে কোন মর্যাদায় রাখা হয়েছে, সে বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
'চরমপন্থীরা চট্টগ্রামে হিন্দুদের ওপর হামলা করেছে' - ভারত
রণধীর জয়সোয়াল বলেছেন, বাংলাদেশের চট্টগ্রামে হিন্দু সম্প্রদায়ের লোকজন ও তাদের সম্পদের ওপর হামলার পেছনে 'চরমপন্থীরা' রয়েছে বলে ভারত মনে করে। চট্টগ্রামে হিন্দুদের ধর্মীয় সংগঠনকে লক্ষ্যবস্তু বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে 'উত্তেজনা সৃষ্টিকারী' পোস্ট দেওয়া হয়েছে। এরপর হিন্দু সম্প্রদায়ের লোকজন এবং তাদের ব্যবসাপ্রতিষ্ঠানে লুটপাট চালানো হয়েছে। এ ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে জোরালো পদক্ষেপ নিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, 'আমরা জানতে পেরেছি, এই ধরনের পোস্ট দেওয়া ও অপরাধমূলক কর্মকাণ্ডের পেছনে চরমপন্থীরা রয়েছে। যা আরও সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করবে। তাই বাংলাদেশে হিন্দুদের সুরক্ষা নিশ্চিত করা এবং চরমপন্থীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে আমরা আবারো বাংলাদেশের সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।'
মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের হাজারি গলিতে উদ্ধার অভিযান চালাতে গেলে যৌথ বাহিনীর ওপর অ্যাসিড নিক্ষেপ করা হয় এবং ভারী ইট-পাটকেল ছোড়া হয়। এই হামলার পেছনে হিন্দুত্ববাদী সংঠন ইসকন-জড়িত বলে গতকাল বুধবার জানিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ। এই হামলায় পুলিশ ও সেনা সদস্যসহ যৌথ বাহিনীর বেশ কয়েকজন আহত হন।
এছাড়া, যে ব্যবসায়ীর ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এই ঘটনা, তাঁকে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে রাখা হয়েছে।