পাকিস্তানে রেলওয়ে স্টেশনে বোমা হামলায় নিহত ২৫
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে একটি রেলওয়ে স্টেশনে বোমা হামলায় অন্তত ২৫ জন নিহতের খবর পাওয়া গেছে। এছাড়াও আহত হয়েছেন প্রায় ৫০ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। খবর বিবিসির।
আজ শনিবার বেলুচিস্তানের রাজধানী কুয়েটার রেল স্টেশনে এ বোমা হামলার ঘটনা ঘটে।
শহরটির কমিশনার জানিয়েছেন, এ ঘটনায় হামলাকারীসহ অন্তত ২৫ জন নিহত ও প্রায় ৫০ জন আহত হয়েছেন।
পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা মুহাম্মাদ বেলুচ বলেন, কুয়েটা থেকে রাওয়ালপিন্ডি শহরের উদ্দেশে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন যাত্রীরা। এ সময় বোমাটি বিস্ফোরণ ঘটে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি আত্মঘাতী বোমা হামলা। নিহতদের মধ্যে সাধারণ মানুষসহ সেনাসদস্যরাও রয়েছেন।
এদিকে হামলার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, কুয়েটা থেকে প্রশিক্ষণ শেষ করে ফেরা পাকিস্তান সেনাবাহিনীর একটি ইউনিটকে লক্ষ্য করে তারা হামলা চালিয়েছিল।
নিহতদের মধ্যে ১৪ জন সেনাসদস্য বলে জানিয়েছে পুলিশ।