৫০ বছর পর আবারও নিলামে, স্টাবসের আঁকা কুকুরের ছবির দাম উঠবে ২৫ লাখ ডলার
ব্রিটিশ চিত্রশিল্পী জর্জ স্টাবসের ১৮ শতকের বিখ্যাত শিল্পকর্ম 'দ্য স্প্যানিশ পয়েন্টার' আগামী সপ্তাহে লন্ডনে নিলামে উঠতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, নিলামে এর দাম উঠতে পারে ২০ লাখ পাউন্ড (প্রায় ২৫ লাখ মার্কিন ডলার)।
৫০ বছরেরও বেশি সময় পর আবার চিত্রকর্মটি নিলামে উঠছে। সর্বশেষ এটি ১৯৭২ সালে ৩০ হাজার পাউন্ডে বিক্রি হয়েছিল। প্রথমবার নিলামে উঠেছিল ১৮০২ সালে, তখন এর দাম ছিল মাত্র ১১ পাউন্ড।
চিত্রকর্মটি একটি স্প্যানিশ পয়েন্টার কুকুরের ছবি, যা ১৮ শতকের শুরুর দিকে স্পেন থেকে ইংল্যান্ডে আনা হয়েছিল। এই জাতের কুকুর শিকারিদের কাছে খুবই জনপ্রিয় ছিল তাদের আনুগত্য এবং শিকারে দক্ষতার জন্য।
স্টাবস ছবিটিতে কুকুরটির বিশেষ বৈশিষ্ট্য, যেমন বড় নাক এবং মাথার পেছনের বড় হাড় খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছেন। সম্ভবত ১৭৬৬ সালে এটি আঁকেন তিনি। সে বছর তার 'দ্য অ্যানাটমি অব দ্য হর্স' প্রকাশিত হয়, যা তাকে বিখ্যাত করে তোলে।
'দ্য স্প্যানিশ পয়েন্টার' বর্তমানে সোথেবি'স-এর প্রদর্শনীতে প্রদর্শিত হচ্ছে এবং ডিসেম্বরের শুরু পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।
গ্যাসকোইন আরও জানান, 'এ ধরনের শিল্পকর্ম দীর্ঘ সময় পর আবার জনসাধারণের সামনে আসা খুবই দারুণ ব্যাপার।' এই ছবিটি মাত্র একবার ১৯৪৮ সালে লন্ডনের ন্যাশনাল গ্যালারির একটি প্রদর্শনীতে প্রদর্শিত হয়েছিল।
জর্জ স্টাবস ছিলেন মূলত স্বশিক্ষিত। অ্যানাটমি নিয়ে পড়াশোনা তাকে প্রাণীর ছবি আঁকায় বিশেষ দক্ষতা অর্জনে সাহায্য করেছিল। তার সারা জীবনে আঁকা চিত্রের সংখ্যা ৪০০-র কম হলেও, ঘোড়ার ছবি আঁকার দক্ষতার জন্য তিনি বিশেষভাবে খ্যাতি অর্জন করেন। তার চিত্রকর্ম 'হুইসলজ্যাকেট' লন্ডনের ন্যাশনাল গ্যালারিতে ঝুলছে এবং তার অন্যান্য চিত্র টেট ব্রিটেন জাদুঘরে সংরক্ষিত।
সোথেবি'স-এর জুলিয়ান গ্যাসকোইন বলেছেন, 'এই পেইন্টিং স্টাবসের বহুমুখিতা এবং প্রাণীর অ্যানাটমি সম্পর্কে তার গভীর জ্ঞানের প্রমাণ দেয়।' গ্যাসকোইন আরও যোগ করেন, 'এরকম চিত্রকর্মের আদেশ তার বাণিজ্যিক কৌশল এবং উচ্চাকাঙ্ক্ষার উদাহরণ যা তাকে ইউরোপের সর্বশ্রেষ্ঠ প্রাণী চিত্রশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছিল।'
এই পেইন্টিংয়ের দুইটি সংস্করণ রয়েছে। উভয় প্রায় একই হলেও ল্যান্ডস্কেপে কিছু পার্থক্য রয়েছে। এর একটি সংস্করণ মিউনিখের নয় পিনাকোথেক জাদুঘরে সংরক্ষিত।