২০ মিনিটও টিকলো না শ্রেয়াসের রেকর্ড, আইপিএলের সর্বোচ্চ দামি ক্রিকেটার পন্ত
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) একটি করে আসর আসে, আর পেছনের সবকিছু ছাড়িয়ে যায়। মাঠের লড়াইয়ের আগে নিলামে চলে ফ্র্যাঞ্চাইজিগুলোর লড়াই। গত আসরের মিনি নিলামের প্যাট কামিন্সকে দলে ভিড়িয়ে সর্বোচ্চ দামি ক্রিকেটার দলে নেওয়ার রেকর্ড গড়ে সানরাইজার্স হয়দরাবাদ। এর কয়েক ঘণ্টার মধ্যেই মিচেল স্ট্রার্ককে কিনে রেকর্ড ভেঙে দেয় কলকাতা নাইট রাউডার্স। সৌদি আরবের জেদ্দায় চলমান এবারের মেগা নিলামেও ছাড়িয়ে আগের সব রেকর্ড।
এবার রেকর্ড ভাঙা-গড়ার খেলা আরও কম সময়ের ব্যবধানে। ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে শ্রেয়াশ আইয়ারকে দলে নিয়ে রেকর্ড গড়ে পাঞ্জাব কিংস। ভারতীয় ডানহাতি এই ব্যাটসম্যান হয়ে যান আইপিএলের ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার। কিন্তু ২০ মিনিটও থাকেনি এই রেকর্ড। ২৭ কোটি রুপিতে ঋষভ পন্তকে দলে ভিড়িয়ে ইতিহাস গড়ে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। আসরটির ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার এখন ভারতের উইকেটরক্ষক এই ব্যাটসম্যান।
মার্কি সেটের শেষ ক্রিকেটার হিসেবে নিলামে ওঠে ঋষভের নাম। দুই কোটি রুপি ভিত্তি মূল্যের এই ব্যাটসম্যানকে পেতে শুরু থেকেই মরিয়া ছিল লক্ষ্ণৌ, প্রথম বিডটা তারাই করে। সঙ্গে ডাকতে শুরু করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, তাতে বেড়ে যায় উত্তেজনা। দুই দলের বিডিংয়ে দাম ছাড়িয়ে যায় সাড়ে দশ কোটি। এরপর বিডিং থেকে সরে যায় বেঙ্গালুরু। এরপর পন্তকে পাওয়ার লড়াইয়ে নাম লেখায় সানরাইজার্স হায়দরাবাদ।
লক্ষ্ণৌর সঙ্গে পাল্লা দিয়ে দাম হাঁকতে থাকে তারা। ২০ কোটি ৫০ লাখ পর্যন্ত নিলামে ছিল ফ্র্যাঞ্চাইজিটি। তাদের বিড করা ২০ কোটি ৭৫ লাখ তখন ছিল বিড, তাদের সঙ্গে লড়াইয়ে ছিল না আর কোনো ফ্র্যাঞ্চাইজিও। তবে পন্তের সাবেক দল দিল্লি তখন সুযোগ পায় আরটিএম কার্ড ব্যবহারের। আরটিএম দিয়ে লক্ষ্ণৌর করা সর্বোচ্চ বিড ম্যাচ করতে চায় তারা। কিন্তু সবাইকে অবাক করে একবারে ২৭ কোটি রুপি দাম হাঁকে লক্ষ্ণৌ। তবে পন্তই যে সর্বোচ্চ দামি ক্রিকেটার থাকবেন, সেটারও কোনো নিশ্চয়তা নেই। আজ শুরু হওয়া আইপিএলের এই মেগা নিলাম চলবে কালও।
শ্রেয়াসকে ছেড়ে দিলেও মেগা নিলামে দুই কোটি ভিত্তিমূল্যে শ্রেয়াসের জন্য বিডিং শুরু করে কলকাতাই। কিন্তু ডানহাতি এই ব্যাটসম্যানের দাম দশ কোটিতে ওঠার বিডিং থেকে সরে যায় তারা। লড়াই জমে ওঠে পাঞ্জাব কিংস আর দিল্লি ক্যাপিটালসের মধ্যে। ১৩ কোটি থেকে চোখের পলকে দাম ছাড়িয়ে যায় ২০ কোটি। ২৪ কোটিতেও শ্রেয়াসের জন্য বিডিং থামায়নি দিল্লি, পিছু হটেনি পাঞ্জাবও। ২৬ কোটি ৫০ লাখ পর্যন্ত দিল্লী ছিল নিলামের টেবিলে, তবে শেষ পর্যন্ত পাঞ্জাবই দলে নেয় শ্রেয়াসকে।
গত আসরে ২০ কোটি ৫০ লাখ রুপিতে অজি অধিনায়ক প্যাট কামিন্সকে দলে ভেড়ায় হায়দরাবাদ, যা ছিল আইপিএলের ইতিহাসের সর্বোচ্চ দাম। কিন্তু রেকর্ডটি টেকে দুই ঘণ্টারও কম সময়ের জন্য। আইপিএল ইতিহাসের সর্বোচ্চ দামি ক্রিকেটার হয়ে যান কামিন্সেরই স্বদেশী স্টার্ক, ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে তাকে কেনে তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা।
এর আগের আসরে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ক্রিকেটারের তিনটি রেকর্ড হয়। এই আসরে সর্বোচ্চ দামি ক্রিকেটার ছিলেন ইংল্যান্ডের স্যাম কারান, ১৮ কোটি ৫০ লাখ রুপিতে তাকে দলে নেয় পাঞ্জাব। ২০২১ আসরের সর্বোচ্চ দামি ক্রিকেটার ছিলেন দক্ষিণ আফ্রিকার ক্রিস মরিস, ১৬ কোটি ২৫ লাখ রুপিতে তার ঠিকানা হয় রাজস্থান রয়্যালসে।
আইপিএল ইতিহাসের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ক্রিকেটার (এখন পর্যন্ত)
ঋষভ পন্ত- লক্ষ্ণৌ সুপার জায়ান্টস (২৭ কোটি রুপি, ২০২৫)
শ্রেয়াস আইয়ার- পাঞ্জাব কিংস (২৬ কোটি ৭৫ লাখ, ২০২৫)
মিচেল স্টার্ক- কলকাতা নাইট রাইডার্স (২৪.৭৫ কোটি রুপি, ২০২৪)
প্যাট কামিন্স- সানরাইজার্স হায়দরাবাদ (২০.৫০ কোটি রুপি, ২০২৪)
স্যাম কারান- পাঞ্জাব কিংস (১৮.৫০ কোটি রুপি, ২০২৩)
ক্যামেরুন গ্রিন- মুম্বাই ইন্ডিয়ান্স (১৭.৫০ কোটি রুপি, ২০২৩)
বেন স্টোকস- চেন্নাই সুপার কিংস (১৬.২৫ কোটি রুপি, ২০২৩)
ক্রিস মরিস- রাজস্থান রয়্যালস (১৬.২৫ কোটি রুপি, ২০২১)