ইউক্রেনে পরাজয় ঠেকাতে ‘যেকোনো পন্থা’ অবলম্বন করবে রাশিয়া: ল্যাভরভ
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেন যুদ্ধে সম্প্রতি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের ব্যবহার করে রাশিয়া পশ্চিমাদের বোঝাতে চেয়েছে, পরাজয় ঠেকাতে মস্কো 'যেকোনো পন্থা' অবলম্বন করতে প্রস্তুত।
শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ মার্কিন সাংবাদিক টাকার কার্লসনের প্রকাশিত এক সাক্ষাৎকারে রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে আলোচনা করার সময় ল্যাভরভ এ মন্তব্য করেন।
তিনি দাবি করেন, পশ্চিমারা 'বিশ্বের যেকোনো দেশে, যে কোনো অঞ্চলে, যেকোনো মহাদেশের ওপর তাদের আধিপত্য বজায় রাখার জন্য প্রভাব খাটাচ্ছে।'
এসময় তিনি ইংরেজিতে বলেন, 'আমরা আমাদের বৈধ নিরাপত্তা স্বার্থের জন্য লড়াই করছি।'
ল্যাভরভ বলেন, 'আমরা সংকেত পাঠাচ্ছি এবং আমরা আশা করছি শেষেরটি, কয়েক সপ্তাহ আগে হাইপারসিনিক অস্ত্র ওরেশনিক ব্যবহারের মাধ্যমে দেওয়া সংকেত, গুরুত্বের সঙ্গে নিয়েছে তারা।'
তিনি জোর দিয়ে বলেন, রাশিয়া পরিস্থিতির অবনতি ঘটাতে চায় না এবং ওয়াশিংটন ও তার মিত্রদের সঙ্গে 'যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি এড়াতে' চায়।
ল্যাভরভ সতর্ক করে বলেন, 'তবে এরপরও যদি তারা প্রয়োজনীয় সিদ্ধান্ত না নেয়, তাহলে আমরা আরও সংকেত পাঠাব।'
ওরেশনিক হামলা
রাশিয়া গত মাসে ইউক্রেনের ডিনিপ্রো শহরে ওরেশনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করেছিল। অস্ত্রটি সম্পর্কে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, এই ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা যাবে না।
ল্যাভরভ বলেন, ইউক্রেন তার আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখার সুযোগ হারিয়েছে দু'বার একটি চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করে। একবার পূর্ণ মাত্রার যুদ্ধ শুরু হওয়ার আগে এবং তারপরে ২০২২ সালের এপ্রিলে তুরস্কে আলোচনায়।
তিনি বলেন, 'আমরা এই যুদ্ধ শুরু করিনি। আমরা বছরের পর বছর, বছরের পর বছর ধরে সতর্ক করে আসছি যে ন্যাটোকে আমাদের সীমান্তের কাছাকাছি ঠেলে দিলে সমস্যা তৈরি হবে।'
২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর পুতিনের সাক্ষাৎকার নেওয়া প্রথম মার্কিন সাংবাদিক ও ডোনাল্ড ট্রাম্পের মিত্র কার্লসনের ৮০ মিনিটের সাক্ষাৎকারে ল্যাভরভ বলেন, রাশিয়ার কোনো 'রেড লাইন' [সীমা] নেই এমন ধারণা পশ্চিমাদের বদলানো উচিত।
ল্যাভরভ বলেন, মস্কো যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। কিন্তু আমরা দৃঢ়ভাবে রাশিয়ার বৈধ নিরাপত্তা স্বার্থের প্রতি সম্মান দেখিয়ে, আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানকে পছন্দ করি।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ওরেশনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের ব্যবহারকে 'রাশিয়ার উন্মাদনার সর্বশেষ পর্যায়' বলে অভিহিত করেছেন এবং নতুন হুমকি মোকাবিলায় আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থার আহ্বান জানিয়েছেন।
ল্যাভরভ বৃহস্পতিবার মাল্টায় বার্ষিক নিরাপত্তা বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে পরোক্ষভাবে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
তিনি পশ্চিমাদের বিরুদ্ধে ইউক্রেন নিয়ে উত্তেজনা বৃদ্ধির ঝুঁকি নেওয়ার অভিযোগ করেন।
তবে ব্লিঙ্কেন এবং অন্যান্য বক্তারা প্রতিক্রিয়া জানানোর আগেই তিনি সভা থেকে বেরিয়ে যান।
ভাবানুবাদ: তাবাসসুম সুইটি