ডেনালি পর্বতের নাম পরিবর্তন করে মাউন্ট ম্যাককিনলে রাখবেন ট্রাম্প
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার (২২ ডিসেম্বর) জানিয়েছেন, তিনি উত্তর আমেরিকার উচ্চতম পর্বত ডেনালির নাম পরিবর্তন করে ২৫তম মার্কিন প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাককিনলের নামে নামকরণ করার পরিকল্পনা করেছেন।
২০১৫ সালে তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা আলাস্কার স্থানীয় আথাবাস্কান নাম "ডেনালি" অনুযায়ী পর্বতের নাম পরিবর্তন করেন। এর আগে ১৯১৭ সাল থেকে এটি "মাউন্ট ম্যাককিনলে" নামে পরিচিত ছিল।
ফিনিক্সে সমর্থকদের সঙ্গে এক বক্তৃতায় ট্রাম্প বলেন, "তারা ম্যাককিনলের নাম মুছে দিয়েছে। তিনি একজন মহান প্রেসিডেন্ট ছিলেন।" তিনি আরও জানান, তার প্রশাসন পর্বতটির নাম পুনরায় "মাউন্ট ম্যাককিনলে" রাখবে।
২০ হাজার ফুটেরও বেশি উচ্চতার এই পর্বত ১৮৯৬ সালে ম্যাককিনলের নামে নামকরণ করা হয়। সেই সময় এক স্বর্ণ অনুসন্ধানকারী ম্যাককিনলের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার খবর শুনে পর্বতটির নাম রেখেছিলেন।
২০১৫ সালে ওবামার আদেশে পর্বতটির নাম ডেনালি করা হয়। মার্কিন স্বরাষ্ট্র দপ্তর তখন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, ম্যাককিনলে কখনো এই পর্বতে আসেননি এবং তার সঙ্গে "আলাস্কার বা পর্বতটির কোনো ঐতিহাসিক সম্পর্ক নেই।"
ডেনালি স্থানীয় আথাবাস্কান ভাষায় "উচ্চতম" অর্থে ব্যবহৃত হয়। ১৯৭৫ সালে আলাস্কা রাজ্যের পক্ষ থেকে পর্বতটির নামকরণ করা হয়। পরবর্তীতে রাজ্যের পক্ষ থেকে ফেডারেল সরকারের কাছে নাম পরিবর্তনের আবেদন জানানো হলেও, তা দীর্ঘদিন ধরে বাধাগ্রস্ত হয়।
আলাস্কার প্রতিনিধি এবং রিপাবলিকান মার্কিন সিনেটর লিসা মুরকাউস্কি ট্রাম্পের এই পরিকল্পনার সমালোচনা করেছেন। তিনি এক পোস্টে লিখেছেন, "উত্তর আমেরিকার সর্বোচ্চ পর্বতের একমাত্র যোগ্য নাম ডেনালি।"
উইলিয়াম ম্যাককিনলে ওহাইও রাজ্যের দুই মেয়াদের গভর্নর ছিলেন এবং ১৮৯৭ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি স্প্যানিশ-আমেরিকান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে বিজয়ী করেন এবং দেশীয় শিল্পের উন্নয়নে সুরক্ষামূলক শুল্ক আরোপ করেন। ১৯০১ সালে তিনি আততায়ীর হাতে নিহত হন।