১৭০ বছর পর রাজ পরিবারের খাবার সরবরাহকারীর তালিকা থেকে বাদ পড়লো ক্যাডবেরি চকলেট
ক্যাডবেরি চকলেট ১৭০ বছর পর প্রথমবারের মতো তার রয়্যাল বা রাজকীয় ওয়ারেন্ট হারিয়েছে। খবর বিবিসির।
রাজকীয় ওয়ারেন্ট হল একটি সরকারি দলিল। এ দলিল প্রাপ্তরা নিয়মিতভাবে ব্রিটিশ রাজ পরিবারকে নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য সরবরাহ করে থাকে।
১৮৫৪ সালে রানি ভিক্টোরিয়া ক্যাডবেরি চকলেট কোম্পানিকে প্রথম রাজকীয় ওয়ারেন্ট দেন। এবার এটি বাতিল করলেন রাজা চার্লস।
এ বিষয়ে ক্যাডবেরির আমেরিকান মালিকরা বলেন, রাজ পরিবারের এ সিদ্ধান্তে তারা হতাশ।
সম্প্রতি রাজা চার্লস তার নতুন রাজত্বের অধীনে দ্বিতীয় সেট রয়্যাল ওয়ারেন্ট জারি করেছেন।
তিনি ৩৮৬টি কোম্পানিকে নতুন রয়্যাল ওয়ারেন্ট দিয়েছে। এদের মধ্যে আগেই রয়েল ওয়ারেন্ট ছিল-জোন্স লুইস, হেইনজ এবং নেসলে এর মতো ব্র্যান্ডগুলোর।
এবার তিনি কিছু নতুন কোম্পানিকেও ওয়ারেন্ট প্রদান করেছেন, যাদের মধ্যে বেশিরভাগই খাদ্য এবং পানীয় বিক্রয়কারী প্রতিষ্ঠান, যেমন উইটাবিক্স।
১৫শ শতাব্দী থেকে রাজকীয় ওয়ারেন্ট দেওয়া হচ্ছে। এ ওয়ারেন্টের পাঁচ বছর পর্যন্ত মেয়াদ থাকে।
ওয়ারেন্টধারীরা তাদের প্যাকেজিং, বিজ্ঞাপন বা কোনও স্টেশনারিতে তাদের সংশ্লিষ্ট রাজ পদবির কোট অফ আর্মস ব্যবহার করতে পারেন। আর যারা তাদের ওয়ারেন্ট হারান, তাদের প্যাকেজিং থেকে কোট অফ আর্মস সরাতে ১২ মাস সময় দেওয়া হয়।