ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের জীবনাবসান, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
মনমোহন সিংকে সরাসরি এইমসের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছিল। জানা গেছে, তিনি শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন।
অবস্থার অবনতি হওয়ায় সন্ধ্যা ৮টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়। এরপরই আসে তার মৃত্যুর খবর।
মনমোহন সিং ছিলেন ভারতের অন্যতম বর্ষীয়ান কংগ্রেস নেতা এবং প্রখ্যাত অর্থনীতিবিদ। রাজ্যসভার সদস্য হিসেবে তার জাতীয় রাজনীতিতে প্রবেশ। ১৯৯১ সালে তিনি রাজ্যসভার সদস্য হন। ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত বিরোধী দলনেতার দায়িত্ব পালন করেন।
২০০৪ সালের ২২ মে তিনি প্রথমবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। পরপর দুই মেয়াদে প্রধানমন্ত্রী ছিলেন তিনি। দ্বিতীয়বার ২০০৯ সালের ২২ মে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
১৯৩২ সালের ২৬ সেপ্টেম্বর মনমোহন সিং জন্মগ্রহণ করেন পশ্চিম পাঞ্জাবের গাহে, যা বর্তমানে পাকিস্তানের অন্তর্গত। ১৯৪৭ সালের দেশভাগের সময় তার পরিবার ভারতে চলে আসে।
অর্থনীতিতে উচ্চশিক্ষার জন্য তিনি অক্সফোর্ডে পাড়ি দেন। অক্সফোর্ড থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করে ১৯৬৬-১৯৬৯ সালে জাতিসংঘে কাজ করেন। এরপর ললিত নারায়ণ মিশ্রের অধীনে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবে তার আমলাতান্ত্রিক জীবন শুরু হয়।
১৯৭০ ও ৮০'র দশকে তিনি ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো প্রধান অর্থনৈতিক উপদেষ্টা (১৯৭২-১৯৭৬), রিজার্ভ ব্যাংকের গভর্নর (১৯৮২-১৯৮৫) এবং পরিকল্পনা কমিশনের প্রধান।
১৯৯১ সালে ভারতে যখন গুরুতর অর্থনৈতিক সংকট চলছিল, তখন নবনির্বাচিত প্রধানমন্ত্রী পি ভি নরসিমা রাও তাকে অর্থমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করেন। এরপর থেকে রাজনীতির মঞ্চে তিনি আর পেছনে ফিরে তাকাননি। তার নেতৃত্বে শুরু হয় এক দীর্ঘ জয়যাত্রা।