ই-মেইলে পদত্যাগ গোতাবায়ার, সিঙ্গাপুর থেকে যেতে পারেন সৌদি আরব
এক প্রকার গণ-বিদ্রোহের মুখেই বুধবার ভোরে কলম্বো ছেড়ে পালিয়েছিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। এখন তিনি পদত্যাগপত্র দিয়েছেন বলেও জানিয়েছে বিবিসি। এর আগে শ্রীলঙ্কার কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছিল, বুধবার দেশ ছেড়ে ভারত মহাসাগরের আর এক দ্বীপরাষ্ট্র মালদ্বীপে যান তিনি। এরপর আজ বৃহস্পতিবার (১৪ জুলাই) সেখান থেকে সস্ত্রীক সিঙ্গাপুরে পৌঁছান গোতাবায়া।
বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সোয়া সাতটার দিকে মালদ্বীপ থেকে গোতাবায়া, তার স্ত্রী লোমা ও দুই দেহরক্ষীকে বহনকারী বিমানটি সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টে অবতরণ করে বলে বার্তাসংস্থা এএফপির সাংবাদিকদের জানান বিমানবন্দরের এক কর্মকর্তা।
বিবিসি বলছে, পদত্যাগের আগেই গ্রেপ্তার এড়াতে দেশ ছেড়ে পালাতে চেয়েছিলেন গোতাবায়া। এজন্য তিনি সিঙ্গাপুরে এসেছেন।
তবে সিঙ্গাপুর সরকার জানিয়েছে, 'গোতাবায়াকে কোনো রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়নি'। তবে সেদেশে তার পৌঁছানোর কথা নিশ্চিত করেছে সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এদিকে নিজের পদত্যাগপত্র পার্লামেন্টের স্পিকারের কাছে ইমেইল করেছেন গোতাবায়া। স্পিকার জানিয়েছেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শুক্রবার পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
গোতাবায়া সিঙ্গাপুর থেকে এরপর সৌদি আরবে যেতে পারেন বলে জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা- পিটিআই।
- সূত্র: বিবিসি, টাইমস অব ইন্ডিয়া