ডালের কেজি ৬২০ রুপি, আলু ৪৩০! শ্রীলঙ্কায় বেড়েই চলেছে খাবারের দাম
শ্রীলঙ্কায় বাড়তে থাকা খাদ্যদ্রব্যের দাম প্রায় প্রতিদিনই উঠছে নতুন উচ্চতায়। বর্তমানে দেশটিতে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৪৩০ শ্রীলঙ্কান রুপিতে!
শ্রীলঙ্কার খাদ্যপণ্যের মূল্য বিষয়ক একটি সরকারি প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।
২০১৯-এর নভেম্বরে বিভিন্ন পণ্যের যে দাম ছিল, মাত্র আড়াই বছরের ব্যবধানে তা হয়েছে আকাশছোঁয়া।
তবে সব থেকে বেশি বেড়েছে ডালের দাম। প্রায় ৪১৭ শতাংশ বেড়ে প্রতি কেজি ডাল বিক্রি হচ্ছে ৬২০ শ্রীলঙ্কান রুপিতে। আগে এর দাম ছিল ১২০ শ্রীলঙ্কান রুপি।
সংকট-বিধ্বস্ত দেশটির বেশিরভাগ মানুষের পক্ষে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় চাল-ডাল কেনা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। আগের দামের তুলনায় বর্তমান দামে আকাশ-পাতাল তফাত।
আগে আলুর দাম ছিল ২৪০ রুপি। এখন তা ৭৯ শতাংশ বেড়ে হয়েছে ৪৩০ রুপি। ব্যাপক হারে বেড়েছে চিনির দামও। ১০০ রুপি থেকে একলাফেই বেড়ে প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ৩৪০ শ্রীলঙ্কান রুপিতে।
এদিকে, চালের দাম বেড়েছে ১৪৪ শতাংশ। প্রতি কেজি চাল ৯০ থেকে বেড়ে ২২০ শ্রীলঙ্কান রুপিতে।
উল্লেখযোগ্যভাবে বেড়েছে মাছ, কাঁচা মরিচ, নারকেল তেলসহ একাধিক পণ্যের দাম। তবে আগের তুলনায় দাম কমেছে লাল পেঁয়াজের।
বিগত কয়েক মাস ধরে ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দক্ষিণ এশিয়ার এই দ্বীপরাষ্ট্রটি। বেড়েছে জ্বালানি থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম।