প্রবাসীর সঙ্গে স্কুলছাত্রীর বিয়ের আয়োজন, কনের বাবাকে জরিমানা
হোম কোয়ারেন্টিন না মেনে দুবাই ফেরত এক যুবকের বিয়ের আয়োজন চলছিল। বর ও তার স্বজনরা কনের বাড়িতে যাওয়ার জন্য বের হন। কিন্তু বর পক্ষ পৌঁছানোর আগেই ভ্রাম্যমাণ আদালতের বিচারক হাজির হন বিয়ে বাড়িতে। শুক্রবার সন্ধ্যায় টাঙ্গাইলের বাসাইল উপজেলার খাটরা গ্রামে শাহীনুর মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
কালিহাতী উপজেলার বাসিন্দা উজ্জ্বল সম্প্রতি দুবাই থেকে দেশে ফিরেছেন। তার সঙ্গে বাসাইল উপজেলার খাটরা গ্রামের শাহীনুর মিয়ার অষ্টম শ্রেণি পড়ুয়া মেয়ে শিমু আক্তারের (১৪) বিয়ের আয়োজন চলছিল। এ খবর পেয়ে বর পৌঁছানোর আগেই উপজেলা সহকারী কমিশনা (ভূমি) আশরাফুন নাহার বিয়ে বাড়িতে উপস্থিত হন। এ সময় কনের বাবা শাহীনুরকে পুলিশের মাধ্যমে আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেট তার কার্যালয়ে নিয়ে যান। পরে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
আশরাফুন নাহার বলেন, সম্প্রতি বিদেশ থেকে আসা এক ব্যক্তির সঙ্গে স্কুলছাত্রীর বিয়ের আয়োজন চলছিল। সেই বিয়ে ভেঙে দিয়ে স্কুলছাত্রীর বাবাকে ৫হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেইসঙ্গে মেয়ের প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দেবে না- এই মর্মে মুচলেকা নেওয়া হয়েছে।