৪ সন্তানকে কীভাবে সামলান সাইফ, জানালেন কারিনা
'কফি উইথ করণ'-এ এসে কারিনা কাপুর খান আর আমির খানকে কথা বলতে শোনা গেছে 'আধুনিক পরিবার'-এর ধারণা নিয়ে। বিচ্ছেদ ও দ্বিতীয় বিয়ের পরেও কীভাবে সবটা গুছিয়ে সামলানো যায় তা নিয়েই কথা বলেন দুই তারকা।
কারিনা জনান, তার সৎ মেয়ে সারা আলি খান সেই ছোটবেলা থেকেই তার ভক্ত।
সাইফ আলি খানের প্রথম বিয়ে অমৃতা সিং-এর সঙ্গে। সেখান থেকে তার দুই সন্তান সারা আলি খান ও ইব্রাহিম আলি খান। এরপর কারিনাকে বিয়ে করেন সাইফ। দ্বিতীয় বিয়ে থেকে দুই ছেলে তার, তৈমুর আলি খান আর জাহাঙ্গীর আলি খান।
কারিনা বলেন, 'আমার মনে আছে 'কাভি খুশি কাভি গাম'-এর সময় সারা এসেছিল সেটে, ওর মায়ের পিছনে লুকোচ্ছিল। আর অমৃতা বলে, 'সারা তোমার সঙ্গে একটা ছবি নিতে চায়। ও তোমার খুব বড় ভক্ত।' আমি সত্যি জানি না মানুষ এটা নিয়ে কেন এত কথা বলে। কারণ আমরা একটা পরিবার, সেখানে ভালোবাসা, সম্মান, বোঝাপড়া আছে। ওরা সাইফের সন্তান। সাইফের কাছে ওরা অগ্রাধিকার পাবেই।'
কারিনা তার পরিবারে সবাই কীভাবে নিজের নিজের সম্পর্কের মর্যাদা রাখে ও সামঞ্জস্য রেখে চলে সেটা নিয়েও কথা বললেন, 'কেন এটা কঠিন হবে! সবার জন্য আলাদা করে সময় আছে। সাইফের বিভিন্ন বয়সের সন্তান আছে, আর ও সবাইকে খুব সুন্দর করে সময় দেয়। আবার কখনও আমরা সবাই একসঙ্গে হই, যেটা দুর্দান্ত। তবে কখনও কিন্তু সাইফ একাও সময় কাটাতে চায়, এক কি দু' ঘণ্টা সারার সঙ্গে একা, তখনও আমায় বলে। আমাকে এসে বলে, 'আমি একা যেতে চাই। একটু আনন্দ করব।' ওরা একসঙ্গে ঘুরতেও যায়। এতে তো দোষের কিছু নেই। বরং সাইফের সারা আর ইব্রাহিমের সঙ্গেও তো বন্ডিং বাড়াতে হবে। ওদের সবার কাছে সবকিছু আছে, কিন্তু বাবা একটাই আছে। আর সাইফের জন্য তাই গুরুত্বপূর্ণ নিজের সব সন্তানকে সময় দেওয়া, গুরুত্ব দেওয়া। মানুষ যেমন করে এই বিষয়টা নিয়ে আলোচনা করে, আমার কিন্তু তেমনটা লাগে না মোটেও।'