মানুষকে শোষণ করে জাকারবার্গের প্রতিষ্ঠান- বলছে মেটার নতুন চ্যাটবট!
মার্ক জাকারবার্গ টাকার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের শোষণ করে। তবে কোনো পলিটিক্যাল ইকোনমির বিশ্লেষক নয়, এমনটা কথা বলছে তার প্রতিষ্ঠান মেটারই নতুন এক চ্যাটবট।
প্রোটোটাইপ এই চ্যাটবট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে প্রায় 'যেকোনো বিষয়ে' কথা বলতে পারে বলে জানিয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারের মতো জনপ্রিয় সব মাধ্যমের অভিভাবক সংস্থা মেটা ইনকরপোরেশন।
চ্যাটবট এক কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন সফটওয়্যার যার সঙ্গে মানুষ চ্যাট করতে পারে। সেক্ষেত্রে কিছু তথ্য যেমন চ্যাটবটের কাছে আগে থেকেই থাকে, তেমনি বটটি প্রতিনিয়ত নতুন তথ্য হালনাগাদ করতে পারে।
মেটার চ্যাটবটটিকে যখন প্রতিষ্ঠানটির সিইও ও প্রতিষ্ঠাতা জাকারবার্গের কথা জিজ্ঞেস করা হয়, তখন তার উত্তর ছিল, 'আমাদের দেশ বিভক্ত হয়ে পড়েছে এবং সে কোনো সাহায্যই করেনি'।
তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে এটা চ্যাটবটের প্রোটোটাইপ সংস্করণ। আর তাই হয়তো সে এরকম রুক্ষ ও আক্রমণাত্মক উত্তর দিচ্ছে।
ব্লেন্ডারবট ৩ নামের চ্যাটবটটি গত শুক্রবার সাধারণ মানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়।
পাবলিক পরিসরে থাকা বিপুল পরিমাণ ভাষাগত তথ্য থেকেই চ্যাটবটের প্রোগ্রাম এসব 'কথা' শিখেছে বলেই ধারণা।
মার্ক জাকারবার্গের বিষয়ে প্রশ্ন করলে চ্যাটবটটি বিবিসিকে উত্তর দেয়, 'কংগ্রেসের সামনে স্বাক্ষ্যপ্রদানের সময় সে এক বাজে কাজ করেছে। এর জন্য আমি আমার দেশ নিয়ে উদ্বিগ্ন'।
জাকারবার্গকে বেশিরভাগ সময়ই মার্কিন রাজনীতিকদের প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। বিশেষ করে ২০১৮ সালের ঘটনাটি উল্লেখযোগ্য।
'আমাদের দেশ বিভক্ত হয়ে পড়েছে এবং সে কোনো সাহায্যই করছে না,' বলে সেই বট।
বটটি আরও জানায়, 'তার কোম্পানি মানুষকে টাকার জন্য শোষণ করে, কিন্তু সে এগুলা নিয়ে মাথা ঘামায় না। এসব বন্ধ হওয়া উচিত!'
এর আগে ভুল তথ্য, গুজব ও বিভিন্ন বিদ্বেষপূর্ণ বার্তা প্রচারে যথেষ্ট উদ্যোগ গ্রহণ না করায় সমালোচনার সম্মুখীন হয় মেটা।
গত বছর প্রতিষ্ঠানটির এক সাবেক কর্মী ফ্রান্সিস হাউগেন দাবি করেন যে মেটা অনলাইন নিরাপত্তা নিশ্চিত করার চেয়ে তাদের মুনাফাকেই বেশি প্রাধান্য দেয়।
মেটা ইনকরপোরেশনের অধীনে বিশ্বের সবচেয়ে বড় বড় নাদীদামী কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম প্রতিষ্ঠান রয়েছে।
ব্লেন্ডারবট ৩-এর অ্যালগরিদম উত্তর খোঁজার জন্য ইন্টারনেট সার্চ ব্যবহার করে থাকে। খুব সম্ভবত মার্ক জাকারবার্গকে অন্যান্য মানুষ ইন্টারনেটে যে ধরনের মন্তব্য করেছে সেখান থেকেই এসব কথা শিখেছে মেটা।
দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানায় ব্লেন্ডারবট ৩ তাদের এক সাংবাদিককে বলেছে, 'ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ছিলেন এবং সবসময় থাকবেন'।
বিজনেস ইনসাইডারের একজন জার্নালিস্ট জানান চ্যাটবক্স জাকারবার্গকে 'ক্রিপি' বলেছে।
কিন্তু এত নেতিবাচক প্রতিক্রিয়া পাওয়া সত্ত্বেও স্রেফ তথ্য সংগ্রহের জন্যই মেটা চ্যাটবটটি সবার জন্য উন্মুক্ত করেছে।
এক ব্লগপোস্টে সংস্থাটি জানায়, 'একটি এআই সিস্টেমকে বাস্তবজগতের মানুষের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করার অনুমতি দিলে তা আরও দীর্ঘ ও বৈচিত্র্যময় আলোচনা করতে শিখে ও নানান ধরনের প্রতিক্রিয়া দেখাতে সক্ষম হয়'।
যেসব চ্যাটবট মানুষের সঙ্গে ইন্টারঅ্যাকশনের মাধ্যমে শিখে তারা সাধারণত ভালো-খারাপ দুধরনের আচরণই রপ্ত করে।
এর আগে, চ্যাটবট বর্ণবিদ্বেষী কথা বলায় টুইটার ব্যবহারকারীদের কাছে ক্ষমা প্রার্থনা করে মাইক্রোসফট।
- সূত্র: বিবিসি