বিশ্ব অর্থনীতিতে মন্দা চলছে, হুঁশিয়ারি আইএমএফ প্রধানের
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা শুক্রবার কোভিড-১৯ ভাইরাসের কারণে বিশ্ব অর্থনীতি এখন মন্দার ঘরে অবস্থান করছে বলে মন্তব্য করেছেন। তবে এই মহাবিপদের মধ্য দিয়েই পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বর্তমান সঙ্কট কাটিয়ে ওঠা সম্ভব- বিশ্বনেতাদের কাছ থেকে এমন উপলব্ধির আশাও প্রকাশ করছেন তিনি।
অর্থনৈতিক উত্তরণ এবং ভাইরাস মোকাবেলা- উভয় দিক থেকেই পারস্পরিক সহযোগিতার কোনো বিকল্প নেই বলে জানান যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক দাতা সংস্থাটির প্রধান।
জর্জিয়েভা বলেন, বিশ্ব এখন মন্দার ঘূর্ণাবর্তে পড়েছে- এ কথা আমরা আগে থেকেই বলে আসছি। কোভিড-১৯ মন্দাকে স্রেফ বাস্তবতায় রূপ দিয়েছে। এখান থেকে উত্তরণ দুটি বিষয়ের ওপর নির্ভর করছে। প্রথমটি হলো সংক্রমণ প্রতিরোধ এবং অর্থনৈতিক সংকট সামাল দিতে পুরো বিশ্বের ঐক্যবদ্ধ পদক্ষেপ।
সিএনবিসির প্রতিনিধি সারা আইসেনকে তিনি আরও বলেন, আমি বর্তমান পরিস্থিতির মাঝেও কিছুটা আশার আলো দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি, অনেক বিশ্বনেতা এখন সহযোগিতার গুরুত্ব অনুধাবন করতে শুরু করেছেন। একমাত্র পুরো বিশ্বে ভাইরাসটিকে প্রতিরোধ করা গেলেই এর বিপর্যয়কর থাবা থেকে বিশ্ব অর্থনীতি মুক্তি পাবে।
এ সময় জর্জিয়েভা আরও বলেন, এই মুহূর্তে ছোটখাট পদক্ষেপ নেওয়া আন্তর্জাতিক নেতৃবৃন্দের উচিত হবে না। কারণটা আমরা সকলেই জানি, এটা নিঃসন্দেহে এক মহাবিপদ। বিশ্ব অর্থনীতির এমন স্থবির ও প্রাণচাঞ্চল্যহীন অবস্থা আগে কেউ কখনোই দেখিনি। তাই একে আমরা কিভাবে মোকাবেলা করব, সেটা অনেক বেশি তাৎপর্যপূর্ণ।
এদিকে বর্তমান বিশ্ব মহামারি মোকাবেলায় গত কয়েক সপ্তাহে আইএমএফ বেশ কিছু নজিরবিহীন বড় পদক্ষেপ নিয়েছে। সংস্থাটি করোনা বিস্তারে মানবিক এবং অর্থনৈতিক বিপর্যয়ের সম্মুখীন বিশ্বের নানা দেশকে সহায়তা করতে নিজেদের এক লাখ কোটি ডলারের তহবিল প্রস্তুত আছে বলে ঘোষণা দিয়েছে ১৬ মার্চ।
এ সময় এক নোটে আইএমএফ প্রধান এই তহবিল থেকে সাহায্য প্রাপ্তির ক্ষেত্রে উদীয়মান এবং উন্নয়নশীল দেশগুলোকে প্রাধান্য দেওয়া হবে বলে উল্লেখ করেছিলেন।
সেখানে তিনি লিখেছিলেন, আইএমএফের 'বৈশ্বিক বিপর্যয় এবং জরুরি সাহায্য' নামের ওই তহবিল দরিদ্র দেশগুলোকে খেলাপি ঋণের বোঝামুক্ত হতে সহায়তা করবে। এর ফলে তারা নিজেদের রাজস্ব ও সম্পদ স্থানীয় স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি এবং ভাইরাস প্রতিরোধের যুদ্ধে আরও ভালোভাবে ব্যবহার করতে পারবে।