শেষ হলো সাকিবের মিশ্র অভিজ্ঞতার সিপিএল মিশন
শুরুটা হয়েছিল দুঃস্বপ্নের মতো। বল হাতে সাদামাটা থাকা সাকিব আল হাসান প্রথম দুই ম্যাচে রানের খাতাই খুলতে পারেননি। আবার ঘুরে দাঁড়িয়ে সাফল্যের গল্প লিখতেও সময় নেননি বাংলাদেশের অভিজ্ঞ এই অলরাউন্ডার। টানা দুই ম্যাচে ব্যাটে-বলে আলো ছড়িয়ে দলকে এনে দেন জয়, হন ম্যাচসেরা।
সাকিব খুঁজে পান ছন্দ, খারাপ অবস্থা থেকে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স জায়গা করে নেয় ফাইনালে ওঠার মঞ্চে। কিন্তু ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দলের শেষটার মতো সাকিবের শেষও হলো হতাশার। ফাইনালে ওঠার লড়াইয়ে হার মানলো গায়ানা, যেখানে অনুজ্জ্বল থেকে গেলেন সাকিব। সব মিলিয়ে শেষ হলো সাকিবের মিশ্র অভিজ্ঞতার সিপিএল মিশন।
ফাইনালের টিকেট কাটার ম্যাচ দ্বিতীয় কোয়ালিফায়ারে জ্যামাইকা তালাওয়াসের মুখোমুখি হয় গায়ানা। রান বন্যার ম্যাচে গায়ানাকে ৩৭ রানে হারায় জ্যামাইকা। টস হেরে আগে ব্যাটিং করা জ্যামাইকা শামার ব্রুকসের সেঞ্চুরি ও ইমাদ ওয়াসিমের ঝড়ো ইনিংসে ৪ উইকেটে ২২৬ রান তোলে। জবাবে ৮ উইকেটে ১৮৯ রানে থামে গায়ানার ইনিংস।
এই ম্যাচে দলের জন্য কিছুই করতে পারেননি সাকিব। বল হাতে বেশ খরুচে ছিলেন সাকিব। ৩ ওভারে ৩০ রান খরচায় উইকেটশূন্য থেকে যান বাঁহাতি এই স্পিনার। পরে ব্যাট হাতেও বিবর্ণ থাকেন সাকিব। ৬ বলে ৫ রান করে ক্রিস গ্রিনের বলে বোল্ড হন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।
এবারের সিপিএলে গায়ানার হয়ে ৬টি ম্যাচ খেলেছেন সাকিব। চার নম্বরে ব্যাটিং করা বাঁহাতি এই ব্যাটসম্যান ১৫.৬৬ গড় ও ১৪৪.৬১ স্ট্রাইক রেটে ৯৪ রান করেছেন, উইকেট নিয়েছেন ৮টি। প্রথম দুই ম্যাচে শূন্য রানে আউট হওয়া সাকিব বল হাতেও থাকেন গড়পড়তা। প্রথম ম্যাচে ৩০ রানে ১ উইকেট নেওয়া অভিজ্ঞ এই স্পিনার পরের ম্যাচে ৩৩ রান খরচায় পান ২ উইকেট।
তৃতীয় ম্যাচে দাপুটে সাকিবের দেখা মেলে। ব্যাট হাতে ২৫ বলে ৪টি চার ও একটি ছক্কায় ৩৫ রানের ইনিংস খেলার পাশাপাশি ২০ রান খরচায় নেন ৩ উইকেট। ম্যাচসেরার পুরস্কার জেতা সাকিব পরের ম্যাচেও গায়ানার জয়ের নায়ক। এই ম্যাচে ২.৩ ওভারে মাত্র ১২ রানে নেন এক উইকেট। পরে ৩০ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৫৩ রানের ঝড়ো ইনিংস খেলে হন ম্যাচসেরা। কিন্তু শেষ দুই ম্যাচে ব্যাটে-বলে একেবারেই বিবর্ণ থেকে যান বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।
টি-টোয়েন্টি ফরম্যাটের ত্রিদেশীয় সিরিজ খেলতে ৩০ সেপ্টেম্বর রাতে নিউজিল্যান্ডের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজ থেকেই নিউজিল্যান্ডে যাবেন অধিনায়ক সাকিব। নিউজিল্যান্ড, বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ৭ অক্টোবর। সিরিজ শুরুর ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান।