বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ক্রিমিয়া সেতু
রাশিয়ার অধীকৃত অঞ্চল ক্রিমিয়া ও রাশিয়ার সংযোগকারী ক্রিমিয়া সেতুতে তেলবাহী ট্যাংকার বিস্ফোরণে সড়ক অংশের দুই খণ্ড ধসে পড়েছে।
বিবিসি ও রয়টার্সের প্রতিবেদন বলা হয়, আজ সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ইউক্রেনীয় কর্মকর্তারা এ ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করে বার্তা দিলেও দায় স্বীকার করেনি ইউক্রেন।
২০১৪ সালে ইউক্রেন থেকে ক্রিমিয়া দখল করে রাশিয়া। এর চার বছর পর ২০১৮ সালে ভ্লাদিমির পুতিন সেতুটি উদ্বোধন করেন।
রাশিয়ার সামরিক অভিযান টিকিয়ে রাখার চাবিকাঠি এ সেতু দিয়ে বিভিন্ন পণ্য ও সামরিক সরঞ্জাম আনা-নেওয়া করা হয়।
সেতুটিতে বর্তমানে যান চলাচল বন্ধ আছে বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
ক্রিমিয়ার রাশিয়ান গভর্নর সের্গেই আকসিওনভ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন, সেতুটি এক পাশে অক্ষত ছিল।
বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, ব্রিজের একাংশ থেকে ঘন ধোঁয়া বের হচ্ছে।
ঠিক কী ঘটেছে তা খতিয়ে দেখতে এবং মেরামতের কাজ তদারকির জন্য একটি সরকারি কমিশন গঠন করেছেন পুতিন।
ঘটনার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা বলেছেন, মাইখাইলো পোডোলিয়াক বলেছেন, 'ক্রিমিয়া সেতু দিয়ে শুরু। বেআইনি সবকিছু ধ্বংস করতে হবে, চুরি হওয়া সবকিছু ইউক্রেনে ফেরত দিতে হবে, রাশিয়ার দখলে থাকা সবকিছু অবশ্যই ফিরিয়ে আনতে হবে।'