সৌম্যকে নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন
নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে হারে শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচেও ঘুরে দাঁড়াতে পারেনি। দুই ম্যাচেই ব্যাটিং ব্যর্থতায় হার মেনে নেয় সাকিব আল হাসানের দল। তৃতীয় ম্যাচটি হয়ে উঠেছে বাঁচা-মরার লড়াই। তিন জাতির সিরিজে লড়াইয়ে টিকে থাকতে হলে আজ নিউজল্যান্ডের বিপক্ষে ম্যাচটি জেতার বিকল্প নেই বাংলাদেশের। এই ম্যাচে হারলেই ছিটকে যাবে বাংলাদেশ
এমন ম্যাচে টস ভাগ্য পক্ষে এসেছে বাংলাদেশের। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব। ক্রাইস্টচার্চের হ্যাগলে ওভালে বাংলাদেশ সময় সকাল ৮টায় ম্যাচটি শুরু হবে।
বাংলাদেশ একাদশে তিনটি পরিবর্তন এনেছে। বাদ পড়েছেন গত কয়েক ম্যাচে ওপেনার হিসেবে খেলা মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। তাদের জায়গায় দলে ফিরেছেন সৌম্য সরকার, মোহাম্মদ সাইফউদ্দিন ও এবাদত হোসেন। গত বছরের নভেম্বরের পর প্রথম টি-টোয়েন্টি খেলছেন সৌম্য।
নিউজিল্যান্ডও তাদের একাদশে পরিবর্তন এনেছে। নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন খেলছেন না এই ম্যাচে, তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। অধিনায়কের দায়িত্ব পালন করবেন টিম সাউদি। একাদশে ফিরেছেন মার্টিন গাপটিল।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন কুমার দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম ও এবাদত হোসেন।
নিউজিল্যান্ড একাদশ: ডেভন কনওয়ে, ফিন অ্যালেন, মার্টিন গাপটিল, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জিমি নিশাম, মাইকেল ব্রেসওয়েল, ইশ সোধি, অ্যাডাম মিলনে, টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট।