এক বছর পর সিইউএফএলের উৎপাদন শুরু
দীর্ঘ এক বছর পর পুনরায় উৎপাদন শুরু করেছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। শুক্রবার রাত থেকে আনুষ্ঠানিক উৎপাদন শুরু হয় বলে জানিয়েছেন সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সুদীপ মজুমদার।
যান্ত্রিক ত্রুটির কারণে ২০১৯ সালের ২০ মার্চ উৎপাদন বন্ধ করে দেয় সিইউএফএল। এরপর দীর্ঘ একবছর ধরে যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান যান্ত্রিক ত্রুটি নিরসনে কাজ করে। রিটিউবিং (যান্ত্রিকসংস্কার) শেষে গত ২০ মার্চ কারখানা চালু করা হলেও উৎপাদন শুরু হয় ৩ এপ্রিল থেকে।
সিইউএফএলের বার্ষিক সার উৎপাদন ক্ষমতা পাঁচ লাখ ৬১ হাজার টন। তবে বর্তমানে প্রতিদিন ৩০ থেকে ৩২ টন সার উৎপাদন করা যাচ্ছে।
১৯৮৭ সালের ২৯ অক্টোবর জাপানের টয়ো ইঞ্জিনিয়ারিং করপোরেশনের কারিগরি সহায়তায় কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে আনোয়ারায় কারখানাটি চালু হয়। জাপান টি প্রতিষ্ঠান কারখানার যন্ত্রপাতির মেয়াদ ২০ বছর মেয়াদ বেঁধে দিলেও এখনো চলছে সেগুলো দিয়ে।
স্থাপনের পর ১৯৯৬ সাল পর্যন্ত সিইউএফএলের উৎপাদন প্রক্রিয়া স্বাভাবিক ছিল। ১৯৯৬ থেকে গ্যাস সংকটের কারণে সিইউএফএলের উৎপাদন বন্ধ রাখতে হয়। ১৯৯৭ থেকে কারখানায় নানা ধরনের যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ঘন ঘন গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ায় মাসের পর মাস উৎপাদন বন্ধে যন্ত্রাংশে ত্রুটি দেখা দেয়।
২০১৫ সালের ৩১ জানুয়ারি ইউরিয়া রিঅ্যাক্টরে যান্ত্রিক ত্রুটির কারণে কারখানাটি আবারও বন্ধ করা হয়। ৪০০ মিলিয়ন টাকা ব্যয়ে ইতালিয়ান কোম্পানির দুই দফা মেরামত শেষে ২০১৭ সালের ৭ জুলাই ফের চালু হয়। কিন্তু গ্যাস সংকটে ২০১৭ সালের ২২ ডিসেম্বরে আবার বন্ধ হয়। ২০১৮ সালের ১৩ সেপ্টেম্বর এলএনজি সরবরাহের পর ফের উৎপাদনে যায় সিইউএফএল।