রেকর্ড ৯৪ দশমিক ৩২ শতাংশ আরএডিপি বাস্তবায়ন
সদ্যবিদায়ী অর্থবছরে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচীর (আরএডিপি) বরাদ্দ থেকে ১ লাখ ৬৬ হাজার ৫৯৩ কোটি টাকা ব্যয় করেছে সরকারের মন্ত্রণালয় ও বিভাগগুলো।
১ লাখ ৭৬ হাজার ৬২০ কোটি টাকার আরএডিপি বরাদ্দের ৯৪ দশমিক ৩২ শতাংশ অর্থ ব্যয় হয়েছে, যা বরাদ্দের শতকরা হার হিসেবে গত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ।
পরিকল্পনা মন্ত্রণালয়য়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ণ বিভাগের (আইএমইডি) বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) বাস্তবায়ন প্রতিবেদনের খসড়ায় এ সব তথ্য উঠে এসেছে।
গতকাল মঙ্গলবার রাজধানীর এনইসি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে এ প্রতিবেদন উপস্থাপন করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।
এ সময় মন্ত্রী জানান, ২০১৭-১৮ অর্থবছরে সংশোধিত এডিপির ৯৪ দশমিক ১১ শতাংশ, এর আগের বছর ৮৯ দশমিক ৭৬ শতাংশ, ২০১৫-১৬ অর্থবছর ৯২ দশমিক ৭২ ও ২০১৪-১৫ অর্থবছরে বরাদ্দের ৯১ দশমিক ৪০ শতাংশ অর্থ ব্যয় হয়েছে।
এম এ মান্নান বলেন, এবার শুরু থেকেই বাস্তবায়ন গতি বাড়াতে বিভিন্ন ধরনের উদ্যোগ নেয়া হয়েছিল।
প্রকল্প পরিচালকদের হাতে বছরের শুরু থেকেই অর্থ পৌঁছানো, আইএমইডির পক্ষ থেকে সচিব ও প্রকল্প পরিচালকদের সঙ্গে দফায় দফায় দফায় বৈঠকের সুবাদে এডিপি বাস্তবায়ন বেড়েছে বলে তিনি দাবি করেন।
আইএমইডি জানায়, গত অর্থ অর্থবছরে সরকারের নিজস্ব তহবিল থেকে বরাদ্দের ৯৫ দশমিক ৭২ শতাংশ তথা ১ লাখ ১১ হাজার ৩৩ কোটি টাকা ব্যয় হয়েছে।
বিদেশি সহায়তা থেকে ব্যয় হয়েছে বরাদ্দের ৯২ দশমিক ৭০ শতাংশ তথা ৪৭ হাজার ২৭৯ কোটি টাকা। এর বাইরে বাস্তবায়নকারী সংস্থাগুলো নিজেদেও তহবিল থেকে ৮ হাজার ২৮২ কোটি টাকা ব্যয় করেছে।