মেসির পোশাক, এমি মার্টিনেজের অঙ্গভঙ্গি আর আজেন্টিনার উদযাপন নিয়ে নিয়ে বিতর্ক কেন?
রবিবারে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পর উদযাপনের কারণের কমতি ছিল না। পুরো ম্যাচটিই ছিল অবিস্মরণীয়, সাথে মাঠের দুই খেলোয়াড় মাঠে নিজের সবটুকু ঢেলে দিয়েছেন। শেষ মুহূর্তের গোলে পরিবর্তন এসেছে স্কোরলাইনে, ৯০ মিনিট থেকে ১২০ মিনিট, ম্যাচ গড়িয়েছে শেষমেশ পেনাল্টি শ্যুটআউটে।
আর্জেন্টিনা অবশেষে ৩৬ বছর পর পুনরুদ্ধার করলো বিশ্বজয়ের গৌরব। লিওনেল মেসি তার শেষ বিশ্বকাপ ম্যাচে ছিনিয়ে নিলেন তার সোনালী মুকুট। উদযাপন সেরকমই হওয়ারই কথা। অনেকের কাছেই উদযাপন ঠিকঠাকই ছিল, তবে দুটো ঘটনা বেশ বিতর্কের জন্ম দিয়েছে।
প্রথমটি জড়িয়ে আছে আর্জেন্টিনার গোলকিপার এমি মার্টিনেজের সাথে। বিশ্বকাপ জেতার পর মার্টিনেজকে বিশ্বকাপের সেরা গোলকিপার হিসেবে দেওয়া হয় গোল্ডেন গ্লাভস অ্যাওয়ার্ড। সেই ট্রফিটি নিয়েই নিজের উরুসন্ধিতে রেখে বিশেষ ভঙ্গি করে বিতর্কের জন্ম দিয়েছেন তিনি।
কেবল এটিই নয়: ফরাসি তারকা এমবাপ্পের ওপরও একচোট নিয়েছেন মার্টিনেজ। আর্জেন্টিনার ড্রেসিং রুমে ব্যঙ্গ করে এমবাপ্পের জন্য কিছুক্ষণ নীরবতা পালন করেন তারা। এমবাপ্পের ফাইনালে করা তিন গোলের ওপর ভর করেই ফ্রান্স পিছিয়ে গিয়েও লড়াই করে সমতা আনতে পেরেছে।
লিওনেল মেসির পরনে বিশত
আর্জেন্টিনার ট্রফি উদযাপনের সময় মেসির গায়ে পরনে বিশতও আলোচনার জন্ম দিয়েছে। আরবাঞ্চলে বিশেষ অনুষ্ঠানে সম্মানিত অতিথিদের এই বিশেষ আলখেল্লা-ধরনের পোশাক পরিয়ে দেওয়া হয়। শিরোপা হাতবদলের আগে কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি মেসিকে বিশতটি পরিয়ে দেন।
এই পরিয়ে দেওয়াকে অনেকেই দেখছেন মেসিকে আরব বিশ্বের পক্ষ থেকে সম্মান জানানোর এক পন্থা হিসেবে। আবার অনেকে একে মনে করছেন আর্জেন্টিনার বিজয়কে ছাপিয়ে কাতারকে বহির্বিশ্বে তুলে ধরার একটি স্টান্ট হিসেবে। যদিও মেসির এই বিশত ফিফার 'উদযাপনরত পোশাক' নীতির বিরুদ্ধে যায়। ফিফার 'ইকুইপমেন্ট রেগুলেশনস গাইড'-এর ২৭ নং ধারায় বলা হয়েছে, 'ফিফা প্রতিযোগিতায় উদযাপনরত পোশাক অবশ্যই খেলার মধ্যে যা পরা হয়েছে, সেটিই হতে হবে।' ম্যাচ পরবর্তী শিরোপা উদযাপন, ফিফার অফিশিয়াল ফটোগ্রাফ কিংবা অন্যান্য মিডিয়ার সামনেও ম্যাচের জার্সি পরে থাকতে হবে।
তবে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সামনেই মেসিকে এই বিশত পরিয়ে দেওয়া হয়, যা নিয়ে তেমন কোনো অভিযোগ করেননি তিনি। বরং হাসিমুখেই তার অনুমতি দেন তিনি।
সূত্র: ইয়াহু স্পোর্টস