অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল আইপিএল
কী আছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ভাগ্যে? এই প্রশ্নটা বেশ কয়েকদিনের। অবশেষে একটা সিদ্ধান্তে এসেছে আইপিএল কর্তৃপক্ষ। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট টি-টোয়েন্টি এই আসরটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। করোনাভাইরাসের প্রকোপের কারণে দ্বিতীয় দফায় পিছিয়ে গেল আইপিএল।
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আইপিএল স্থগিত থাকবে বলে জানানো হয়েছে। গত বেশ কয়েকদিন ধরে আলোচনা চললেও আইপিএল আয়োজনের ব্যাপারে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি।
টুর্নামেন্ট স্থগিতের এই সিদ্ধান্ত ইতোমধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলোকে জানিয়ে দিয়েছেন আইপিএলের চিপ অপারেটিং অফিসার হেমাং আমিন। বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি ও অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের এক বৈঠকে আইপিএল স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
করোনাভাইরাস সতর্কতায় ২১ দিনের জন্য পুরো দেশকে লকডাউন ঘোষণা করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় লকডাউনের মেয়াদ আগামী ৩ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে গ্রীষ্মকালীন ছুটিতেও আইপিএল আয়োজন সম্ভব নয়।
আগামী জুনের শুরুতে আইপিএল আয়োজনের পরিকল্পনা করছিল বিসিসিআই। ভারতীয় গণমাধ্যম জানিয়ে আসছিল, দরকার হলে দর্শকশূন্য মাঠে আয়োজন করা হবে আইপিএল। কিন্তু কোনো পরিকল্পনার পথেই হাঁটা হচ্ছে না আইপিএল কর্তৃপক্ষের।
ভারতে করোনা আক্রান্ত রোগী ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। দেশটিতে এখন পর্যন্ত ১১ হাজার ৫৫৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৩৯৬ জন। চিকিৎসায় সুস্থ হয়েছেন ১ হাজার ৩৬২ জন।