বিরতির পর জয়ে শুরু চেলসি-ইউনাইটেডের
বিশ্বকাপের বিরতির পর ইংলিশ প্রিমিয়ার লিগে জয় দিয়ে শুরু করেছিল আর্সেনাল এবং লিভারপুল। এবার নিজেদের যাত্রা জয়ের মাধ্যমেই শুরু করল ম্যানচেস্টার ইউনাইটেড আর চেলসিও। নিজেদের মাঠে সহজ জয় তুলে নিয়েছে দুই দলই।
ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর এটিই ছিলো ম্যানচেস্টার ইউনাইটেডের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ। নটিংহ্যাম ফরেস্টকে হেসেখেলেই হারিয়েছে এরিক ট্যান হাগের দল। অপরদিকে লন্ডনের বড় দল চেলসিও জিতেছে বোর্নমাউথের বিপক্ষে।
ওল্ড ট্রাফোর্ডে অবনমনের এড়াতে লড়তে থাকা নটিংহ্যাম ফরেস্টকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। দলের হয়ে একটি করে গোল করেন মার্কাস রাশফোর্ড, মার্শিয়াল এবং ফ্রেড। এই জয়ের ফলে ১৫ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রইল ইউনাইটেড।
অপরদিকে নিজেদের মাঠে বোর্নমাউথকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে চেলসি। কাই হাভার্টজ এবং ম্যাসন মাউন্ট করেন গোল দুইটি। ১৫ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে চেলসি।
বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি আজ নিজেদের লিগ মিশন পুনরায় শুরু করতে যাচ্ছে, লিডস ইউনাইটেডের মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২ টায়।