চীনে কুয়াশার কারণে একই দুর্ঘটনায় ২০০ গাড়ির সংঘর্ষ!
ঘন কুয়াশার কারণে সড়কপথে দুর্ঘটনার খবর প্রায়ই শোনা যায়। দৃশ্যমানতা নেমে যাওয়ার কারণে হাইওয়েগুলো দুর্ঘটনাপ্রবণ হয়ে ওঠে। এবার সেই কুয়াশার কারণেই চীনের হেনান প্রদেশের ঝেংঝৌ শহরের একটি সেতুতে একের পর এক ধাক্কায় তালগোল পাকিয়ে গেছে ২০০টি গাড়ি। বুধবার সকালে ঘটা এ দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন, খবর রয়টার্সের।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বুধবার সকালে এই দুর্ঘটনা ঘটেছে জেংজিং হুয়াঙ্গে সেতুর উপরে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায় একের পর এক গাড়ি এসে ধাক্কা খেয়েছে, এমনকি একটি গাড়ি অন্য গাড়িগুলোর উপরে উঠে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি গাড়ি।
সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত সেই ভিডিওতে জনৈক ব্যক্তিকে বলতে শোনা যায়, "এটা খুবই ভয়াবহ ঘটনা। এখানে মানুষজনে ভর্তি, আমার মনে হয় না আমরা সেতু থেকে এখন নামতে পারব।"
চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ঘটনাস্থলে অনেকেই আহত হয়ে নিজেদের গাড়ির মধ্যে আটকে আছেন এবং ফায়ার ডিপার্টমেন্ট সেখানে ১১টি ফায়ার ট্রাক ও ৬৬ জন উদ্ধারকর্মী পাঠিয়েছে।
দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবার সকালে কুয়াশার কারণে দৃশ্যমানতা ৫০০ মিটারেরও কম ছিল এবং কোনো কোনো স্থানে তা ২০০ মিটারে পর্যন্ত নেমে এসেছে। সে কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। ঝেংঝিং হুয়াঙ্গে সেতু ঝেংঝৌ প্রদেশের সবচেয়ে ব্যস্ততম সেতু। এটি ঝেংঝৌয়ের সঙ্গে জিংজিয়াং প্রদেশের সংযোগস্থাপনকারী সেতু।