টিভি শো হোস্ট করে বলিউড তারকাদের আয় কোটি কোটি টাকা
বিনোদন জগতের দর্শকদের মধ্যে সিনেমা কিংবা টিভি নাটকের মতই টিভি শো তুমুল জনপ্রিয়। আর তাই বর্তমানে ভারতের বিনোদন জগতে ছোট-বড় বহু টিভি শো চালু রয়েছে। কোটি কোটি দর্শকের পছন্দনীয় টিভি শো গুলো বেশিরভাগই হোস্ট করেন বলিউডের জনপ্রিয় সব তারকারা। আর এ টিভি শো হোস্ট করে বছরে কোটি কোটি টাকা আয় করেন নামকরা সব অভিনেতা ও অভিনেত্রী। শো-এর সিজন কিংবা এপিসোড প্রতি প্রচুর টাকা পারিশ্রমিক নেন তারা।
সালমান খান, করণ জোহর, আমিতাভ বচ্চন থেকে শুরু করে কপিল শর্মার মত তারকাদের টিভি শো হোস্টের পারিশ্রমিক শুনলে চোখ কপালে উঠবে। আবার অনেক বলিউড সেলিব্রিটি আছেন যারা টিভি হোস্টিং করেও কোটি টাকা আয় করেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক বিখ্যাত টিভি শো হোস্টের নাম ও সেসব তারকাদের পারিশ্রমিক।
বলিউড ক্যারিয়ারে আমিতাভ বচ্চন অসংখ্য হিট সিনেমা উপহার দিয়ে বর্তমানে কিংবদন্তিদের কাতারে আছেন। তবে শুধু সিনেমার মাধ্যমেই নয়, বরং টিভি শো উপস্থাপনার মাধ্যমেও তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন অমিতাভ। সনি টিভির বিখ্যাত রিয়েলিটি শো 'কৌন বানেগা ক্রোড়পতি' হোস্ট করেন বিগ বি। ২০২২ সালের রিপোর্ট অনুসারে, কেবিসি নামে পরিচিতি এ টিভি শো এর ১৪ সিজনের জন্য এপিসোড প্রতি সাড়ে ৭ কোটি রূপি করে নিচ্ছেন অমিতাভ।
শুধু অমিতাভই নয়, বরং টিভি শো উপস্থাপনার জগতে নাম লিখিয়েছেন বলিউডের 'ভাইজান' খ্যাত সালমান খান। গত কয়েক বছর ধরেই 'বিগ বস' নামক টিভি শো এর উপস্থাপক সালমান। মূলত এই বলিউড তারকার হাত ধরেই শো টি ভারতসহ বিশ্বে জনপ্রিয়তা অর্জন করেছেন। মিডিয়া রিপোর্ট অনুসারে, সালমান শুধু বিগ বস ১৬ এর সিজনেই ৩৫০ কোটি রুপির বেশি আয় করেছেন। বিশেষজ্ঞের ধারণা অনুযায়ী, ভারতীয় টিভি হোস্ট হিসেবে সবচেয়ে বেশি পারিশ্রমিক নিয়ে থাকেন সালমান খান।
অমিতাভ কিংবা সালমান প্রথমে সিনেমায় অভিনয় করে জনপ্রিয় হয়েছেন। পরবর্তীতে এসেছেন টিভি শো এর জগতে। কিন্তু এক্ষেত্রে ভিন্ন কপিল শর্মা, কেননা তিনি নিজেকে প্রতিষ্ঠাই করেছেন টিভি শো এর মাধ্যমে। পরবর্তীতে যোগ দিয়েছেন বলিউডে। কপিল শর্মা সনি টিভির 'দ্য কপিল শর্মা শো'-এর দ্বিতীয় সিজনের জন্য এপিসোড প্রতি ৫০ লাখ রূপি করে চার্জ করেছেন।
সিনেমা প্রযোজনা ও পরিচালনায় করণ জোহর বলিউডের আগে থেকেই জনপ্রিয় ছিলেন। কিন্তু বর্তমানে শুধু ছবি পরিচালনা নয়, বরং করণ নিজের নামে পরিচালিত শো 'কফি উইথ করণ' হোস্ট করেন যা দর্শকদের মধ্যে তুমুল জনপ্রিয়। ২০২২ সালে 'কফি উইথ করণ' শো এর মোট ২০টি পর্ব সম্প্রচারিত হয়েছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, করণ জোহর এপিসোড প্রতি দেড় থেকে দুই কোটি রূপি আয় করেন।
বলিউডের একশন ও কমেডি ধর্মী সিনেমা করে জনপ্রিয়তা অর্জন করেছেন রোহিত শেঠী। তার প্রায় সকল সিনেমাই বক্স অফিসে ব্যবসাসফল। বিখ্যাত এ পরিচালক ২০২২ সালে 'খাতরো কে খিলাড়ি ১২' নামের একটি শো এর হোস্ট শুরু করেন। এ শো এ পর্ব প্রতি প্রায় ৬০ লাখ রূপি করে পারিশ্রমিক নিয়েছেন রোহিত।
একটি সিনেমা করে একজন অভিনেতা কিংবা অভিনেত্রী যে পারিশ্রমিক পান, ক্ষেত্রবিশেষে একটি টিভি শো হোস্ট করে সিজনে তার চেয়েও বহুগুণ বেশি আয় করেন। অন্যদিকে সেলিব্রেটিদের প্রতি সকল দর্শকদের নজর থাকায় ব্যবসায়িক দিক থেকে টিভি শো গুলো ধীরে ধীরে আরও জনপ্রিয় হচ্ছে। আর তাই ধারণা করা হচ্ছে যে, ভবিষ্যতে টিভি শো এর প্রতি বলিউড তারকাদের ঝোঁক আরও বাড়বে।