টেনিসের তিন সুপার স্টারের তহবিল গঠন
করোনাভাইরাসের প্রকোপে থমকে গেছে পুরো বিশ্ব। আর সব জায়গার মতো স্থবিরতা নেমে এসেছে বিশ্ব ক্রীড়াঙ্গনেও। অন্যান্য খেলার মতো টেনিসের সব খেলাও বন্ধ আছে। এতে র্যাঙ্কিংয়ের নিচের সারির খেলোয়াড়দের আয় বন্ধ হয়ে গেছে। এসব খেলোয়াড়দের সাহায্যে এগিয়ে এসেছেন টেনিসের তিন সুপার স্টার রজার ফেদেরার, রাফায়েল নাদাল ও নোভাক জকোভিচ।
নিচের সারির খেলোয়াড়দের আর্থিক সহায়তা দেওয়ার জন্য তহবিল গঠন করছেন টেনিসের 'বিগ থ্রি'। খেলোয়াড়, এটিপি ও চারটি গ্রান্ডস্লাম মিলে এই তহবিল গঠন করা হবে। র্যাঙ্কিংয়ের ২০০ এবং এর নিচে থাকা খেলোয়াড়দের আর্থিক সহায়তা দেওয়া হবে।
সুইজারল্যান্ডের কিংবদন্তি টেনিস খেলোয়াড় রজার ফেদেরারের স্বদেশী স্নানিসলাস ভাভরিঙ্গার সঙ্গে ইনস্টাগ্রামের লাইভে আলাপচারিতার সময় এই বিষয়টি জানান নোভাক জকোভিচ। ৩০ থেকে ৪৫ লাখ ডলার বিতরণ করা হতে পারে বলে জানান জকোভিচ।
ভাভরিঙ্কার সঙ্গে আলপচারিতার মাঝে জকোভিচ জানান, করোনাভাইরাসের কারণে র্যাঙ্কিংয়ের নিচের সারির যেসব খেলোয়াড়রা খুব বিপদে আছেন, তাদের কীভাবে সাহায্য করা যায়; এ নিয়ে ফেদেরার ও নাদালের সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয়েছে তার।
নাম্বার ওয়ান জকোভিচ বলেন, 'র্যাঙ্কিংয়ে যারা দুইশ থেকে আড়াইশর মধ্যে এবং ৭০০'র নিচে আছে, এদের কেউই ফেডারেশন থেকে তেমন সাহায্য পায় না। এসব খেলোয়াড়ের স্পন্সরও নেই। তারা পুরোপুরি নিজের ওপর নির্ভরশীল। এমন সময়ে যারা র্যাঙ্কিংয়ে সাতশর পরে আছে, এদের অনেকেই টেনিস ছেড়ে দেওয়ার কথা ভাবছে।'
করোনাভাইরাসের প্রকোপে উইম্বলডন ওপেন বাতিল করা হয়েছে। ফ্রেঞ্চ ওপেন স্থগিত করা হয়েছে। ইউএস ওপেনের ভাগ্য নির্ধারণ হবে আগামী জুনে। এ ছাড়া এটিপি চ্যালেঞ্জার ট্যুর, আইটিএফ ওয়ার্ল্ড টেনিস ট্যুরসহ টেনিসের সব খেলা আগামী ৭ জুন পর্যন্ত স্থগিত করা হয়েছে।