দ্বিতীয় দফায় বাংলাদেশের প্রধান কোচ হলেন হাথুরুসিংহে
রাসেল ডমিঙ্গো দায়িত্ব ছাড়ার পর বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচের পদে চান্দিকা হাথুরুসিংহের নামটি সবচেয়ে বেশি শোনা যাচ্ছিল। কয়েকদিনের ব্যবধানে সেটাই সত্যি হলো। বাংলাদেশের প্রধান কোচ হিসেবে লঙ্কান এই কোচকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দ্বিতীয় দফায় দায়িত্ব নিতে যাওয়া হাথুরুসিংহে দুই বছরের জন্য বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। মঙ্গলবার এক বিবৃতি দিয়ে বিষয়টি জানিয়েছে বিসিবি।
পরে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, তিন ফরম্যাটের দায়িত্বেই থাকবেন হাথুরুসিংহে। ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে নতুন মিশন শুরু হচ্ছে তার, ২০ ফেব্রুয়ারি আসবেন বাংলাদেশে। এর আগে লঙ্কান এই কোচ ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেন। তিন বছর পর হঠাৎ করে নিজেই প্রধান কোচের পদ ছাড়েন তিনি। তার দায়িত্ব ছাড়ার ধরনও ভালো ছিল না। বাংলাদেশের দক্ষিণ আফ্রিকার সফর চলাকালীন সেখান থেকেই পদত্যাগপত্র পাঠান হাথুরুসিংহে, দায়িত্ব নেন শ্রীলঙ্কা দলের।
হাথুরুসিংহের অমনভাবে দায়িত্ব ছাড়ার ব্যাপারটি অবশ্য বিসিবি মনে রাখেনি। তাই প্রধান কোচের সন্ধানে থাকা বিসিবি সবার আগে যোগাযোগ করে হাথুরুসিংহের সঙ্গে। লঙ্কান এই কোচও দ্বিতীয় দফায় বাংলাদেশে ফেরার ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখান, এগোতে থাকে আলোচনা। মঙ্গলবার তিনি নিউ সাউথ ওয়েলসের সহকারী পদ থেকে অব্যাহতি নেন। আর এদিনই প্রধান কোচ হিসেবে তার নাম ঘোষণা করলো বিসিবি।
দ্বিতীয় দফায় বাংলাদেশের দায়িত্ব নিতে মুখিয়ে আছেন হাথুরুসিংহে। বিসিবির পাঠানো বিবৃতিতে তিনি বলেছেন, 'আবারও বাংলাদেশের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ পাওয়াটা গর্বের। আমি যখনই বাংলাদেশে গিয়েছিল, সেখান মানুষের সৌহার্দ্য ও সংস্কৃতি আমার খুব ভালো লেগেছে। আমি ক্রিকেটারদের সঙ্গে কাজ করতে এবং তাদের সাফল্য উপভোগ করতে মুখিয়ে আছি।'
রাসেল ডমিঙ্গোর স্থলাভিষিক্ত হওয়া হাথুরুসিংহেকে অভিনন্দন জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। বিবৃতিতে তিনি বলেছেন, 'চান্দিকার অভিজ্ঞতা এবং বাংলাদেশ ক্রিকেটের সম্পর্কে জ্ঞান তার নিজের জন্য সুবিধার হবে। যা খেলোয়াড়দের উপকৃত করবে। তিনি একজন পরীক্ষিত কৌশলী এবং আগের দফায় জাতীয় দলে তার প্রভাব আমরা দেখেছি।'
প্রথম মেয়াদে কোচ হিসেবে সফল ছিলেন হাথুরুসিংহে। তার অধীনে প্রথমবারের মতো পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতে বাংলাদেশ। দারুণ ছন্দে থাকা বাংলাদেশ ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠে, যা ছিল প্রথম। লঙ্কান এই কোচের আমলেই ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জেতে বাংলাদেশ।
হাথুরুসিংহের তত্ত্বাবধানে তিন বছরে বাংলাদেশ ২১টি টেস্ট ম্যাচ খেলে জিতেছে ৬টিতে। হার মানতে হয় ১১ ম্যাচে, ড্র হয় ৪টি ম্যাচ। তার কোচিংয়ের সময়কালে ৫১ ওয়ানডের মধ্যে ২৫টিতে জেতে বাংলাদেশ, হর ২৩ ম্যাচে। টি-টোয়েন্টিতে ২৯ ম্যাচে ১০ জয়ের বিপরীতে আছে ১৯ হার।