এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাস করেছে ৮৫ শতাংশের বেশি
২০২২ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর পরীক্ষায় গড় পাসের হার ৮৫.৯৫ শতাংশ, যা গত বছর ছিল ৯৫.২৬ শতাংশ।
গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে ৯.৩১ শতাংশ। এবার পরীক্ষায় মোট অংশগ্রহণকারী শিক্ষার্থী ছিলেন ১২ লাখ তিন হাজার ৪০৭ জন।
বুধবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে প্রধানমন্ত্রী কার্যালয়ের চামেলী হলে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও বোর্ডের চেয়ারম্যানরা নিজ নিজ বোর্ডের ফলাফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
গত বছরের তুলনায় এ বছর এ প্লাসের সংখ্যাও কম, জিপিএ-৫ কমেছে ১২ হাজার ৮৮৭টি।
এছাড়াও ছেলেদের তুলনায় মেয়ে শিক্ষার্থীদের মধ্যে পাসের হার ২.৫ শতাংশ বেশি।
ফলাফল অনুযায়ী, এ বছর ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার ৮৭.৮০ শতাংশ। ঢাকা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৬২ হাজার ৪২১ জন। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ৭৮.৭৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১২ হাজার ৬৭০ জন। রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ৮১.৫৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ২১ হাজার ৮৫৫ জন। সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৮১.৪০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৮৭১ জন। বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৮৫.৯৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৭ হাজার ৩৮৬ জন।
যশোর বোর্ডে পাসের হার ৮৩.৯০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১৮ হাজার ৭০৬ জন। দিনাজপুর বোর্ডে পাসের হার ৭৯.০৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১১ হাজার ৮৩০ জন। ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৭৭.০৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৭ হাজার ১৭৯ জন। কুমিল্লা বোর্ডে পাসের হার ৯০.৭০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১৪ হাজার ৯৯১ জন।
করোনা মহামারি এবং বন্যার কারণে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা কিছুটা বিলম্বিত হয়েছিল। গত বছরের ৬ নভেম্বর শুরু হওয়া এই পরীক্ষা ১৩ ডিসেম্বর পর্যন্ত চলে।
এবারও বিষয়, নম্বর ও সময় কমিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আগের শিক্ষাবর্ষের মতো সিলেবাসও ছিল সংক্ষিপ্ত।
বরাবরের মতো পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মধ্যেই ফল প্রকাশের রীতি অনুসরণ করলো শিক্ষা বোর্ডগুলো।