১০ দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়া ও নওগাঁয় বিএনপির পদযাত্রা
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দলীয় নেতাকর্মীদের মুক্তি এবং গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার জন্য ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া ও নওগাঁয় পদযাত্রা কর্মসূচি পালন করেছে বিএনপি।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা বিএনপির উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনে থেকে শুরু হয় পদযাত্রা। প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের কালিবাড়ি মোড় এলাকায় গিয়ে শেষ হয় সেটি। এরপর সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
জেলা বিএনপির আহ্বায়ক মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক এবং সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ।
এ সময় বক্তারা দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়ে গণতন্ত্র পুনপ্রতিষ্ঠায় সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
'নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগ ২০টি আসনও পাবে না'
দেশে নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগ ২০ টি আসনও পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু।
শনিবার দুপুরে নওগাঁ জেলা বিএনপি আয়োজিত পদযাত্রার উদ্বোধনের সময় এসমব কথা বলেন বিএনপির এই নেতা।
মিজানুর রহমান মিনু আরও বলেন, "জনগণ আর আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। চাল, ডাল, আটা, তেলসহ নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় মানুষ আজ অসহায়। এই অসহায় মানুষগুলো এখন আর আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। আন্দোলন ছাড়া গণতন্ত্রকে পূণুরুদ্ধার করার কোন উপায় নেই।"
মিজানুর রহমান মিনু আরও বলেন, "জনগণ আমাদের বন্ধু, সারাবিশ্ব আমাদের বন্ধু। আগামীদিনে এই সরকারের বিদায় হবে। নিরপেক্ষ সরকার হবে। নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগ ২০টি আসনও পাবে না।"
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক আবু বকর সিদ্দিক নান্নু, সদস্য সচিব বায়েজিত হোসেন পলাশ, নওগাঁ পৌরসভার মেয়র নজমুল হক সনি, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলুসহ আরও অনেকে।