বরখাস্ত হলেন জুম প্রেসিডেন্ট গ্রেগ টম্ব, ‘কোনো কারণ ছাড়াই’
ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম জুমের প্রেসিডেন্ট গ্রেগ টম্বকে বরখাস্ত করা হয়েছে। তবে এ বরখাস্তের কারণ কী, সে সম্পর্কে বিস্তারিত জানায়নি প্রতিষ্ঠানটি। কোম্পানির রেগুলেটরি ফাইল অনুযায়ী, 'কোনো কারণ ছাড়াই' হঠাৎ করে টম্বের সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। খবর বিবিসির।
জুমে যোগদানের পূর্বে টম্ব গুগলের নির্বাহী হিসেবে দায়িত্বে ছিলেন। গত বছরের জুন মাসে তিনি জুমের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছিলেন।
দায়িত্ব গ্রহণের পর কোম্পানির মূলধন বৃদ্ধিতে টম্ব সাফল্য দেখিয়েছেন। কিন্তু যোগদানের মাত্র ১০ মাসের মাথায় তাকে বহিস্কার করা হলো। জুমের এক মুখপাত্র জানান, প্রতিষ্ঠানটি এখনই টম্বের বিকল্প খুঁজছে না।
বর্তমানে সিইও'র দায়িত্বে থাকা এরিক ইউয়ান ২০১১ সালে এ প্ল্যাটফর্মটি প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠার পর শুরুতে কোম্পানিটি প্রযুক্তি বিশ্বে খুব বেশি আলোড়ন তৈরি করতে পারেনি।
কিন্তু সারা বিশ্ব যখন করোনা মহামারির কারণে থমকে যায়, তখন টানা বিধিনিষেধের মধ্যে রিমোট অফিস, ক্লাস ও সর্বোপরি যোগাযোগের জন্য জুম প্ল্যাটফর্মটি খুবই জনপ্রিয় হয়ে ওঠে। ২০২০ সালের এপ্রিলের মধ্যে দৈনিক ৩০০ মিলিয়ন ব্যবহারকারী প্ল্যাটফর্মটি ব্যবহার করতে থাকেন।
অবশ্য টম্বের দায়িত্ব গ্রহণের সময় প্রযুক্তি খাতের এ অভিজ্ঞ কর্মকর্তা সম্পর্কে নিজের ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছিলেন সিইও ইউয়ান। তিনি বলেছিলেন, "টম্ব প্রযুক্তি ইন্ডাস্ট্রিতে একজন সম্মানিত দলনেতা। কোম্পানির কঠিন মুহূর্ত সামাল দেওয়ার ক্ষেত্রে তার বিস্তর অভিজ্ঞতা রয়েছে।"
অন্যদিকে, নতুন দায়িত্ব গ্রহণের পর টম্বও নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন। একইসঙ্গে, ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে যোগাযোগের প্রয়োজনীয়তা উল্লেখ করে কোম্পানিটির প্রবৃদ্ধি আরও বাড়াতে কাজ করবেন বলে আশা প্রকাশ করেছিলেন।
তবে, করোনা মহামারি নিয়ন্ত্রণে আসার পর অন্যসব প্রযুক্তি কোম্পানির মতোই জুমের ক্ষেত্রেও বাস্তবতা ভিন্ন হয়ে যায়। করোনাকালীন সময়ে যে প্রবৃদ্ধি ছিল, তা করোনা পরবর্তী সময়ে এসে থমকে যায়।
চলতি বছরের ফেব্রুয়ারিতে কোম্পানিটি নিজেদের কর্মীর সংখ্যা ১৫ শতাংশ পর্যন্ত কমিয়ে আনে। যার ফলে জুম থেকে ১,৩০০ কর্মীকে চাকরীচ্যুত করা হয়।
জুমের সাম্প্রতিক কর্মকাণ্ডে এটি স্পষ্ট যে, কোম্পানিটি নিজেদের ব্যয় কমিয়ে আনার চেষ্টা করছে। যার ফলে ধারণা করা হচ্ছে যে, কোম্পানিটি প্রতিদ্বন্দ্বী গুগল মিট, মাইক্রোসফট টিম কিংবা স্লাকের মতো প্ল্যাটফর্ম থেকে পিছিয়ে যেতে পারে।
তবে বাজারে টিকে থাকতে কোম্পানিটি প্ল্যাটফর্মে ভিন্নতা আনার চেষ্টা করছে। গত বছর প্ল্যাটফর্মটি ইমেইল, ক্যালেন্ডার এবং সমস্যা সমাধানে চ্যাটবট ফিচার যুক্ত করার ঘোষণা দিয়েছে। এছাড়াও খেলাধুলা সংক্রান্ত পণ্যের ব্যবসার জন্য 'জুম স্পোর্টস' প্রতিষ্ঠার কাজও চলছে।