পিএসজির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এখন এমবাপ্পে
বয়স কেবলই ২৪, এর মাঝেই যা অর্জন করেছে সেগুলোই যথেষ্ট তাকে মনে রাখার জন্য। যদিও কিলিয়ান এমবাপ্পে এখানেই থামছেন না। আরো অনেক কিছুই যে নিজের করে নেওয়া বাকি তার।
নতের বিপক্ষে পিএসজির জয়ের রাতে নিজের নাম একটি জায়গায় চিরতরে লিখিয়ে নিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। পিএসজির হয়ে সর্বোচ্চ গোল করার রেকর্ড যে এখন তারই।
ফরাসি ক্লাবটির হয়ে ২০১ গোল করেছেন এমবাপ্পে। যা পেছনে ফেলে দিয়েছে এডিনসন কাভানির করা ২০০ গোলের রেকর্ড। কাভানি খেলেছেন ৩০১ ম্যাচ, এমবাপ্পের লেগেছে ২৪৭ ম্যাচ।
নতের বিপক্ষে ম্যাচের শেষ মুহূর্তে গোল করে কাভানির নাম রেকর্ডবুকে পেছনে ফেলেন বিশ্বকাপ জয়ী এই ফরাসি তারকা। চুক্তির শেষ পর্যন্ত যদি প্যারিসেই থাকেন তাহলে এমবাপ্পে যে এই সংখ্যা আরো বাড়িয়ে নেবেন তা নিশ্চিত।
ম্যাচ শেষে এমবাপ্পেকে গ্যালারি ভর্তি সমর্থকদের সামনে পুরস্কৃত করে পিএসজি কর্তৃপক্ষ। ২০১ খোদাই করা একটি স্মারক দেওয়ার পাশাপাশি আতশবাজি নিক্ষেপ করা হয়।
এই অসাধারণ রেকর্ড গড়তে পেরে নিশ্চয়ই উদ্বুদ্ধ হবেনে এমবাপ্পে। আর এমন ফুরফুরে মেজাজেই তাকে দরকার পিএসজির। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে বাঁচা-মরার লড়াইয়ের বায়ার্ন বধ করতে যে এমবাপ্পের জ্বলে ওঠা জরুরি।