“পরিবার কীভাবে চালাবো, হাতে তো ১০০ টাকাও নেই”
প্রায় ১৩ বছর নিউ সুপার মার্কেটে একটি দোকানের কর্মচারী ছিলেন আব্দুল ওয়াদুদ (৫৫)। এরপর গত তিন বছর ধরে জমানো কিছু টাকা ও ২ লাখ টাকা ধার করে নিজের দোকান দিয়েছিলেন যেখানে ঘড়ি, মানিব্যাগ ও পার্স বিক্রি করতেন।
স্বপ্ন ছিল, গ্রামের বাড়িতে নিজের একটি বাড়ির। কিন্তু শনিবার নিউ সুপার মার্কেটের আগুনে তার সে স্বপ্ন অধরাই থেকে গেল।
সেদিন তার দোকানে প্রায় ৫ লাখ টাকার মালামাল ছিল দাবি করে আব্দুল ওয়াদুদ বলেন, "আমার এখন সরকারের সহায়তা প্রয়োজন। না হলে ঘুরে দাঁড়াতে পারবো না।"
এর আগে প্রায় ১২ বছর সৌদিতে ছিলেন আব্দল ওয়াদুদ। ২০০৮ সালে সৌদি সরকার তাকে বাংলাদেশে পাঠিয়ে দেয়। তখন কোন টাকা নিয়ে আসতে পারে নি তিনি। এরপর থেকে নিউ সুপার মার্কেটে স্ত্রীর ভাইয়ের দোকানে কাজ করতেন।
আব্দুল ওয়াদুদ বলেন, "আমার দুই ছেলে অনার্সে পরে। ছোট মেয়ের বয়স ১০ বছর। এখন ভাবছি পরিবার কিভাবে চলবে। আমার হাতে তো ১০০ টাকাও নেই।"
"ব্যবসা শুরুর প্রথম বছরে করোনার জন্য কিছু করতে পারি নি। এর পরের ঈদে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঝামেলা হওয়ায় মার্কেট কিছুদিন বন্ধ ছিল। আর এবার তো পুরোই শেষ হয়ে গেল", আক্ষেপের সুরে বলেন তিনি।