রশিদ খানের ওপর কেন খেপেছিল মাহমুদউল্লাহ-পুত্র
অনেকটা ব্যবধান থাকলেও আফগানিস্তানকে নিয়ে সব সময়ই সতর্ক থাকে বাংলাদেশ। বিশেষ করে তাদের লেগ স্পিনার রশিদ খানকে নিয়ে আলাদা পরিকল্পনা করতেই হয় বাংলাদেশ ক্রিকেট দলকে। বর্তমানে বিশ্বসেরা এই লেগ স্পিনার মুহূর্তেই ধসিয়ে দিতে পারে যেকোনো দলের ব্যাটিং লাইন আপ, এটা ভালো করেই জানা বাংলাদেশের।
বাংলাদেশের বিপক্ষেও বল হাতে স্পিন ঘূর্ণি দেখাতে গেছে আফগান এই লেগ স্পিনারকে। অনেকের মতোই আফগান এই স্পিনারের বলে আউট হওয়ার অভিজ্ঞতা আছে বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদেরও। রশিদের বলে আউট হয়ে মজার একটি অভিজ্ঞতাও হয় বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কের।
তিন সংস্করণে আফগানিস্তানের বিপক্ষে খেলা ১৩ ইনিংসে রশিদ খানের বলে চারবার আউট হয়েছেন মাহমুদউল্লাহ। আউট করায় রশিদ খানের ওপর খেপে গিয়েছিল মাহমুদউল্লাহর বড় ছেলে রায়িদ। এমনই রাগ হয়েছিল মাহমুদউল্লাহ-পুত্রের যে, রশিদ খানকে উদ্দেশ্য করে রায়িদ বলেছিল, 'রশিদ খান, আমি তোমাকে দেখে নিবো।'
রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তামিম ইকবালের সঙ্গে সঙ্গে আধা ঘণ্টার মতো আড্ডা দেন মাহমুদউল্লাহ রিয়াদ। আড্ডায় ফাঁকে দুই ছেলের বিষয়ে কথা বলতে গিয়ে মজার সেই ঘটনাটি বলেন মাহমুদউল্লাহ।
মাহমুদউল্লাহকে তামিম প্রশ্ন করেন, 'রায়িদ আর রশিদ খানের কী খবর?' জবাবে মাহমুদউল্লাহ বলেন, 'রায়িদ আর রশিদ খান আছে। যখন রুম ক্রিকেট খেলি...ওই যে সে একবার বলেছিল, 'রশিদ খান আমি তোমাকে দেখে নেব!' সম্ভবত এশিয়া কাপে (২০১৮) ওর বলে আউট হওয়ার পর। আমি তখন তাকে (রায়িদকে) বলেছিলাম, এটা খেলার অংশ, হতেই পারে।'
এখন আর রশিদের ওপর সেই রাগ নেই রায়িদের। বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক তামিম আবার প্রশ্ন করেন, 'এখনও কি রশিদ খানের ওপর ক্ষিপ্ত?' উত্তরে মাহমুদউল্লাহ বলেন, 'না, না এখন আর না। এখন সে (রায়িদ) পড়াশোনা নিয়ে ব্যস্ত।'