ব্রাহ্মণবাড়িয়ায় খাস জমির দখল নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২০
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে জামাল মিয়া (৪৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (২২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ভলাকূট ইউনিয়নের খাগালিয়া গ্রামের লোকজনদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত জামাল খাগালিয়া গ্রামের খোরশেদ মিয়ার ছেলে।
এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভলাকূট ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য রব মিয়া ও সাবেক সদস্য আব্দুল হামিদের মধ্যে খাগালিয়া নতুন বাজার এলাকায় একটি খাস জমি লিজ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শনিবার ওই জমি দখলে নিতে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায়।
দফায় দফায় চলা সংঘর্ষে এক পক্ষের সমর্থক জামাল মিয়া টেঁটাবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আহত হন অন্তত ২০ জন।
ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।