২০২৩ সালের প্রথম ঘূর্ণিঝড় ‘মোচা’ আঘাত হানতে পারে আগামী সপ্তাহের শেষে
চলতি মে মাসের দ্বিতীয় সপ্তাহে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় 'মোচা' সৃষ্টির আশঙ্কা রয়েছে।
মার্কিন আবহাওয়ার পূর্বাভাস মডেল গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম (জিএফএস) এবং ইউরোপিয়ান সেন্টার ফর মিডিয়াম-রেঞ্জ ওয়েদার ফোরকাস্টস (ইসিএমডব্লিউএফ)-এর পূর্বাভাস অনুযায়ী, আগামী ১১ মে'র মধ্যে এটি বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে এবং ১১ থেকে ১৫ মে'র মধ্যে তা উপকূলে আঘাত হানতে পারে।
সম্ভাব্য ঘূর্ণিঝড়টি সৃষ্টি হলে এর নাম হবে 'মোচা'। নামটি দিয়েছে ইয়েমেন।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন মডেলের সর্বশেষ পূর্বাভাস অনুসারে, আগামী ১১ মে মধ্যরাতের পর থেকে ১৩ মে'র মধ্যে ঘূর্ণিঝড়টি মিয়ানমারের রাখাইন ও বাংলাদেশের চট্টগ্রাম উপকূলে আঘাত হানতে পারে। বাংলাদেশের উপকূলে আঘাত হানলে বাতাসের সম্ভাব্য গতিবেগ থাকতে পারে ১৫০ থেকে ১৮০ কিলোমিটার। ঝড়টি ভারতের ওড়িশা রাজ্যের উপকূলে আঘাত হানার আশঙ্কাও রয়েছে।
গত বছরের মে মাসে বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছিল ঘূর্ণিঝড় অশনি। প্রাথমিকভাবে এটি অন্ধ্র-ওড়িশা উপকূলে আঘাত হানতে পারে বলে ধারণা করা হলেও পরে গতিপথ পরিবর্তন করে গভীর নিম্নচাপে পরিণত হয়ে অন্ধ্রপ্রদেশের উপকূল অতিক্রম করে এই ঘূর্ণিঝড়।